Malda

গ্যাস কাটার দিয়ে শাটার কেটে এক এক করে তালা ভেঙে সোনার দোকানে চুরি! এ বার ইংরেজবাজার

গত কয়েক দিনে রাজ্যে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটেছে। তার মধ্যে বেশির ভাগই সোনার দোকান। তা ছাড়া, বেশ কয়েকটি জায়গায় গয়নার দোকানে ডাকাতির ঘটনাও ঘটেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ইংরেজবাজার শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৪ ১৫:২২
Share:

আবার গয়নার দোকানে চুরি। —নিজস্ব চিত্র।

আবার গয়নার দোকানে চুরির ঘটনা। এ বার ঘটনাস্থল মালদহ। অভিযোগ, গ্যাস কাটার দিয়ে গয়নার দোকানের শাটার কেটে একের পর এক তালা ভেঙে প্রায় আড়াই লক্ষ টাকার গয়না নিয়ে পালিয়েছে চোরের দল। রবিবার এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ইংরেজবাজার থানার কাজিগ্রামের চণ্ডীপুর এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায় রাস্তার ধারে একটি গয়নার দোকান রয়েছে। ওই দোকানটিতে চুরি হয়েছে। দোকানমালিক তাপস সাহার অভিযোগ, শনিবার রাতে তাঁর দোকানে চুরি হয়। তিনি বলেন, ‘‘তালা ভাঙা হয়েছে। শাটার কেটে আমার সোনার দোকানে চুরি করা হয়েছে। সোনা এবং রুপো মিলিয়ে প্রায় দু’লক্ষ টাকার অলঙ্কার ছিল। সব নিয়ে গিয়েছে।’’ এমনকি, চুরির পর প্রমাণ লোপাট করতে দোকানে থাকা সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে পালিয়েছে চোরের দল।

স্থানীয়দের অভিযোগ, দিন কয়েক আগেও ওই এলাকায় একটি পাইপের দোকানে চুরির ঘটনা ঘটেছে। তার পর আবার এই সোনার দোকানে চুরির ঘটনা ঘটল। সব মিলিয়ে তাঁরা আতঙ্কে রয়েছেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Advertisement

গত কয়েক দিনে রাজ্যে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটেছে। তার মধ্যে বেশির ভাগই সোনার দোকান। তা ছাড়া, বেশ কয়েকটি জায়গায় গয়নার দোকানে ডাকাতির ঘটনাও ঘটেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement