— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দিকে, গুরুতর আহত অবস্থায় তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মুখ এবং শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে বলে পরিবার সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম অবস্থায় অভিযুক্ত প্রেমিকের নাম আবীর শেখ। তাঁর বাড়ি পাইকর থানার ধানগড়া গ্রামে। ওই এলাকারই বাসিন্দা রিজিয়া সুলতানার সঙ্গে তাঁর বেশ কিছু দিনের সম্পর্ক বলে দাবি। সোমবার এক বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন ওই তরুণী। তাঁর রাস্তা আটকান আবীর। তাড়াতাড়ি বিয়ে করতে চান বলে জানান তরুণীকে। কিন্তু রিজিয়া জানিয়ে দেন, এই মুহূর্তে তিনি বিয়ে নিয়ে ভাবছেন না। এর পর দু’জনের কথা কাটাকাটি হয়। তখনই হঠাৎ ট্রাউজার্সের পকেট থেকে একটি বোতল বার করেন আবীর। বোতলে থাকা তরল ছুড়ে দেন রিজিয়ার মুখে। তার পরে দৌড়ে পালান ওই জায়গা থেকে।
মুখে দু’হাত চেপে প্রবল যন্ত্রণায় ছটফট করতে থাকেন তরুণী। তিনি রাস্তায় পড়ে যান। ছটফট করতে থাকেন। স্থানীয়েরা দেখতে পেয়ে তরুণীকে উদ্ধার করেন খবর দেওয়া হয় তাঁর বাড়িতে। আশঙ্কাজনক অবস্থায় রিজিয়াকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করিয়েছে পরিবার। পাশাপাশি অ্যাসিড ছোড়ার অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হন মেয়েটির বাড়ির লোকজন। অভিযোগের প্রেক্ষিতে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।