Mortar Shell

ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার মর্টার শেল! মরচে ধরা লোহার বস্তু নিয়ে শিলিগুড়িতে শোরগোল

ফুলবাড়ির সীমান্ত এলাকাটি দিয়ে ভুটান যাতায়াতের জন্য পণ্যবাহী গাড়ি দাঁড়ায়। সেখানে এক শ্রমিকের চোখে পড়ে মরচে ধরা লোহার বস্তুটি। তাঁর মাধ্যমে খবর পেয়ে স্থানীয় কয়েক জন ওই জায়গায় উপস্থিত হন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪২
Share:
mortar shell

মর্টার শেল মিলল জড়ো করা পাথরে। —নিজস্ব চিত্র।

শিলিগুড়ির অনতিদূরে ফুলবাড়িতে ভারত-বাংদালেশ সীমান্তের কাছে উদ্ধার হল একটি মর্টার শেল। সোমবার দিনভর ওই নিয়ে শোরগোল এলাকায়। স্থানীয় সুত্রে খবর, বাংলাদেশে রফতানির জন্য ফুলবাড়ির সীমান্ত এলাকায় বালি, পাথর মজুত করে রাখা ছিল। সেখান থেকেই পাওয়া গিয়েছে মর্টার শেল।

Advertisement

ফুলবাড়ির সীমান্ত এলাকায় ভুটান যাতায়াতের জন্য পণ্যবাহী গাড়ি দাঁড়ায়। সেখানে এক শ্রমিকের চোখে পড়ে মরচে ধরা লোহার বস্তুটি। তাঁর মাধ্যমে খবর পেয়ে স্থানীয় কয়েক জন ওই জায়গায় উপস্থিত হন। লোহার জিনিসটি দেখে তাঁদের সন্দেহ হওয়ায় এনজেপি থানায় খবর দেন। কিছু ক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। যান বিএসএফের জওয়ানেরাও। প্রাথমিক ভাবে পরীক্ষা করে লোহার বস্তুটিকে মর্টার শেল বলেই অনুমান করছে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী। সঙ্গে সঙ্গে ওই জায়গাটি ঘিরে ফেলা হয়েছিল। স্থানীয়দের সরিয়ে দেওয়া হয়।

শুভঙ্কর নস্কর নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘শ্রমিকরা বালি,পাথর ওঠানোর কাজ করছিলেন। সেই সময়ই তাঁরা ওই জিনিসটি দেখতে পান। এর আগেও এখান থেকে একই রকম একটি জিনিস পাওয়া গিয়েছিল।’’ তিনি আরও বলেন, ‘‘মূলত মালবাজারের ওদলাবাড়ির নদী থেকে এখানে বালি, পাথর আসে। সেখানে সেনা ছাউনি রয়েছে। এর আগে বর্ষার সময় বালি পাথরের মধ্যে মর্টার শেল পাওয়া গিয়েছিল। আমরা খানিকটা আতঙ্কে রয়েছি। তবে পুলিশ এবং বিএসএফের কর্মীরা রয়েছেন। তাঁরা পরীক্ষা করে দেখছেন।’’

Advertisement

পুলিশ শেষ পর্যন্ত জানিয়েছে, উদ্ধার হওয়া জিনিসটি মর্টার শেল-ই। ডিসিপি (পূর্ব) রাকেশ সিংহ বলেন, ‘‘একটি মর্টার শেল পাওয়া গিয়েছে। তবে জিনিসটি অনেক পুরনো। ওদলাবাড়ি থেকে বালি, পাথরের সঙ্গে হয়তো এটি চলে এসেছে। বিভাগীয় ভাবে যা পদক্ষেপ করা উচিত, সেটা আমরা করে দিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement