Jammu and Kashmir

অনুপ্রবেশ রুখল ভারত, সংঘর্ষে হত ৫ পাক সেনা

সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনীল বরটওয়াল জানিয়েছেন, অনুপ্রবেশের জন্য কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাক সেনারা প্রথমে মাইন বিস্ফোরণ ঘটায়। এর পরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে সেনার ঘাঁটি লক্ষ করে গুলি চালানো হয়।

Advertisement

সাবির ইবন ইউসুফ

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ০৮:০৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণ ঘাঁটি সেক্টরে মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে অনুপ্রবেশ করার চেষ্টা করে পাকিস্তানের একাধিক জওয়ান। ভারতীয় সেনাদের লক্ষ করে তারা গুলি চালায় বলে অভিযোগ। ভারতের তরফেও পাল্টা জবাব দেওয়া হয়। সংঘর্ষের ফলের ভারতের কোনও ক্ষয়ক্ষতি না হলেও, পাকিস্তানের অন্তত চার থেকে পাঁচ জন সেনা নিহত হয়েছে বলে ভারতীয় সেনার তরফে দাবি করা হয়েছে।

Advertisement

সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনীল বরটওয়াল জানিয়েছেন, অনুপ্রবেশের জন্য কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাক সেনারা প্রথমে মাইন বিস্ফোরণ ঘটায়। এর পরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে সেনার ঘাঁটি লক্ষ করে গুলি চালানো হয়। পাল্টা জবাব দেয় সেনা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গুলির সংঘর্ষে ভারতের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই সেনা সূত্রের খবর।

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পুনর্নবীকরণ হয়। এলওসি বরাবর স্থিতিশীলতা আনা এবং শান্তি বজায় রাখার লক্ষে উভয় দেশের ডিরেক্টরস জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএসএমও)-এর মধ্যে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

Advertisement

অন্য দিকে, কাঠুয়া জেলার বিল্লাওয়ার এলাকার পঞ্জতীর্থীতে ৩১শে মার্চ রাতে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে। সেনা সূত্রের খবর, সে দিন সন্ধ্যায় পঞ্জতীর্থীতে সন্দেহজনক গতিবিধি লক্ষ করে নিরাপত্তা বাহিনী। এর পরেই সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথ অভিযান চালায়। এর ফলে এক জঙ্গি গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছে বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement