সমাধানের আশ্বাস জাতীয় সড়ক কর্তৃপক্ষের
Toll Plaza

টোল বাড়লেও মুম্বই রোড মন্থরই, ক্ষোভ

নানা জায়গায় জমি জটের কারণে ছয় লেনে সম্প্রসারিত হয়নি এই সড়ক। অনেক জায়গায় সার্ভিস রোডও নেই। ফলে দুর্ঘটনা লেগেই থাকে।

Advertisement

সুব্রত জানা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ০৮:১৫
Share:

রানিহাটি মোড়ে মুম্বই রোডের উপরে বাজার বসার ফলে নিত্য এমন যানজট। নিজস্ব চিত্র।

পয়লা এপ্রিল থেকে টোল ট্যাক্স বেড়েছে জাতীয় সড়কে। কিন্তু নানা সমস্যায় জর্জরিত হাওড়ার মুম্বই রোডের শম্বুক গতি অব্যাহত! গাড়ি চালকদের ক্ষোভ, বিভিন্ন জায়গায় এই জাতীয় সড়কের কার্যত পাড়ার রাস্তার চেহারা, যানজট ঠেলে এগনো দুষ্কর!

Advertisement

হাওড়া জেলায় জাতীয় সড়ক প্রায় ৫৬ কিলোমিটার। এখানেই ধূলাগড় টোল ট্যাক্স। সড়কের ধারে নানা জায়গায় বাজার বসে। কোথাও বেআইনি কাট (এক লেন থেকে অন্য লেনে যাওয়ার ব্যবস্থা)। কোথাও ছয় থেকে চার লেন হয়ে গিয়েছে রাস্তা। জায়গায় জায়গায় সিগন্যাল ব্যবস্থা। সব মিলিয়ে থমকে থমকে এগোয় গাড়ি। মোটা টাকা টোল দিয়েও কেন মসৃন গতিতে চলা যাবে না, প্রশ্ন তোলেন ভুক্তভোগী।

নানা জায়গায় জমি জটের কারণে ছয় লেনে সম্প্রসারিত হয়নি এই সড়ক। অনেক জায়গায় সার্ভিস রোডও নেই। ফলে দুর্ঘটনা লেগেই থাকে। জানা গিয়েছে, গত এক মাসে দুর্ঘটনায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এক গাড়ি চালকের ক্ষোভ, ‘‘এই পথে নিয়মিত যেতে হয়। টোল ট্যাক্স বেড়ে চলেছে। কিন্তু যতটা পরিষেবা দেওয়ার কথা, ততটা দিতে পারছেন না জাতীয় সড়ক কর্তৃপক্ষ।’’

Advertisement

অভিযোগ অস্বীকার করছেন না জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তাঁদের তরফে এক কর্তার বক্তব্য, বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে, সমাধানের চেষ্টাও চলছে। বেশ কিছু জায়গায় উড়ালপুলের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। অবৈধ ভাবে তৈরি দোকান ভাঙার কাজ চলছে। বাজারের লোকজনকে বারবার সতর্ক করা হলেও তাঁরা শুনছেন না। এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশকে বলা হবে। তাঁর সংযোজন, ‘‘প্রতি বছরেই ৩১ মার্চ রাত ১২টার পরে টোল ট্যাক্স বাড়ে, এটা নতুন নয়। ছোট গাড়ির ক্ষেত্রে যাওয়া-আসায় ৫ টাকা করে মোট ১০ টাকা বেড়েছে। অন্যান্য গাড়ির ক্ষেত্রেও সামান্যই বেড়েছে টোল ট্যাক্স।’’

আন্দুলের এক পরিবহণ ব্যবসায়ী জানান, তাঁর দুটি লরি রয়েছে। একটি গাড়িতে এক বার যাতায়াত মিলিয়ে বেড়েছে ৩০ টাকা। তাঁর কথায়, ‘‘শুনতে অল্প মনে হলেও আদতে তা নয়। দিনে ১ বার যাওয়া-আসায় ৩০ টাকা বেশি লাগলে মাসে সেটাই ন’শো টাকায় দাঁড়ায়। বছরে প্রায় ১১ হাজার। একাধিক বার যাতায়াতে আরও বেশি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement