Dhupguri

বধূর অস্বাভিক মৃত্যুতে উত্তেজনা ধূপগুড়িতে

মৃত বধূর বাবা ফইজুল হক জানান, বিয়ের পরে পণের দাবিতে দৈনিক অত্যাচার চালাত তাঁর মেয়ের শ্বশুর, শাশুড়ি-সহ জামাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ২২:৪৩
Share:

প্রতীকী ছবি।

এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি ব্লকের ভোটপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন তিনি। মৃতের নাম রাবেয়া খাতুন (২৮)। ৪ বছর আগে তাঁর বিয়ে হয় ভোটপাড়ার এক যুবকের সঙ্গে।

Advertisement

মৃত বধূর বাবা ফইজুল হক জানান, বিয়ের পরে পণের দাবিতে দৈনিক অত্যাচার চালাত তাঁর মেয়ের শ্বশুর, শাশুড়ি-সহ জামাই। ঘটনার তদন্তে নেমে ধূপগুড়ি থানার পুলিশ মৃত বধূর দাদাকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করছে ধূপগুড়ি থানার পুয়ের দাদা। তাঁর অভিযোগ, জোর করে তাঁর মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। সংজ্ঞাহীন অবস্থায় ওই বধূকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement