Siliguri

মহানন্দা থেকে অবৈধ ভাবে বালি পাচার, বিক্ষোভ দেখালেন স্থানীয়েরা

উত্তর দিনাজপুর জেলার পুলিশের মদতেই ওই জেলার বালি মাফিয়ারা এই ভাবে বালি পাচার করতে সাহস পাচ্ছে বলেো অভিযোগ স্থনীয়দের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ২১:৫২
Share:

নিজস্ব চিত্র।

মহানন্দা নদী থেকে অবৈধ ভাবে বালি পাচারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বিধাননগরের বাদলাকাটার বাসিন্দারা। অভিযোগ, উওর দিনাজপুর জেলার বালি মাফিয়ারা মহানন্দা নদী থেকে বালি পাথরের অবৈধ খনন কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু তা আটকানোর কোনও রকম চেষ্টা করছে না প্রশাসন।

Advertisement

স্থানীয় এক বাসিন্দা গোপাল বিশ্বাস বলেন, ‘‘‘আমরা সকালে এসে দেখি, ৪০- ৫০টি ট্রাকে বালি-পাথর তোলা হচ্ছে। আমরা একত্রিত হতেই বালি পাচারকারিরা পালিয়ে যায়। আমরা এই বিষয়ে বহু বার প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোনও সুরাহা মেলেনি।’’ কানাই দেবনাথ নামে আর এক স্থানীয় বলেন, ‘‘আমাদের এই সমস্যা প্রায় ১০ বছর ধরে। আমাদের এখান থেকে বালি কেটে নিয়ে যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার বালি মাফিয়ারা। দু’-তিনজন মিলে যখন কিছু বলতে যাই, আমাদের মেরে ফেলার হুমকি দেয়। আজ সকালে আমরা সবাই মিলে প্রতিবাদ করতে গেলে বালি মাফিয়ারা পালিয়ে যায়। আমরা চাইছি, এটা বন্ধ হোক। তা না হলে আমাদের বসসাস করা অসম্ভব হয়ে যাবে।’’

উত্তর দিনাজপুর জেলার পুলিশের মদতেই ওই জেলার বালি মাফিয়ারা এই ভাবে বালি পাচার করতে সাহস পাচ্ছে বলেো অভিযোগ স্থনীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর থানার পুলিশ। এই বিষয়ে ফাঁসিদেওয়া ব্লকের ভূমি রাজস্ব দফতরের আধিকারিক শুভ্রজ্যোতি মজুমদার বলেন, ‘‘চিতলঘাটার ওই এলাকায় একটা সমস্যা রয়েছে। লিখিত অভিযোগ এলে অবশ্যই পদক্ষেপ করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement