বিক্ষোভ: বনবস্তিবাসীরা নেমেছেন আন্দোলনে। নিজস্ব চিত্র
বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের বিরুদ্ধে জয়ন্তী ও বক্সাতে বসবাসকারী বনবস্তিবাসীদের হেনস্থা করার অভিযোগে রাজাভাতখাওয়ায় শুরু হওয়া বিক্ষোভ বৃহস্পতিবারেও জারি থাকল। যার জেরে এদিন চরম দুর্ভোগে পড়তে হল বক্সা ও জয়ন্তী ঘুরতে যাওয়া পর্যটকদের। চেকপোস্টের সামনে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় তাঁদের। বনকর্তাদের আশ্বাসে শেষ পর্যন্ত দুপুর তিনটে নাগাদ বিক্ষোভ ওঠে। তবে তত ক্ষণে অবশ্য পর্যটকদের অনেকেই বক্সা, জয়ন্তী দেখার পরিকল্পনা বাতিল করে ফিরে গিয়েছেন।
বনবস্তিবাসীদের অভিযোগ, নিয়ম অনুযায়ী সন্ধ্যা ছয়টার পর রাজাভাতখাওয়া চেকপোস্টের গেট বন্ধ হয়ে যায়। তারপর সেখান দিয়ে বাইরের কারও যাতায়াতের সুযোগ না থাকলেও, চেকপোস্টের ও পারে বিভিন্ন বনবস্তিবাসীদের ছাড় রয়েছে। এই ছাড় নিয়েই বিরোধের সূত্রপাত হয় গত মঙ্গলবার। স্থানীয়দের অভিযোগ, ওই দিন সন্ধ্যা ছ’টার পর জয়ন্তীর এক বাসিন্দাকে চেকপোস্টে আটকানো হয়। তাঁদের দাবি, ব্যাঘ্র প্রকল্পের এক আধিকারিকও নির্দেশ দেন, সবার জন্যই একই নিয়ম। তারই প্রতিবাদে বুধবার রাত থেকে চেকপোস্টের সামনে বিক্ষোভ শুরু করেন বক্সা ও জয়ন্তীর বিভিন্ন বনবস্তির বাসিন্দা।