খানা খন্দে ভরা রাস্তায় পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। প্রতিবাদে বাসে ভাঙচুর ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত গ্রামবাসীরা। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মালদহের বৈষ্ণবনগর থানার ভগবানপুর গ্রাম। পুলিশ জানিয়েছে, বৈষ্ণবনগরের কুম্ভীরার বাসিন্দা মৃত শঙ্কর সাহা(৪৫) পেশায় ছিলেন কৃষিজীবী। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, ‘‘পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছিল। পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।’’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈষ্ণবনগর থেকে বিএনএস মোড় পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা বছর দুয়েক ধরে বেহাল হয়ে রয়েছে। পুরো রাস্তা খানা খন্দে ভরা। বর্ষার সময় বৃষ্টির জল জমে। এর ফলে ওই রাস্তায় নিত্যই দুর্ঘটনা ঘটে। রাস্তা মেরামতের দাবিতে একাধিকবার বিক্ষোভ হলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। এ দিন সকাল দশটা নাগাদ সাইকেল নিয়ে বৈষ্ণবনগরে আসছিলেন শঙ্করবাবু। সেই সময় ওই রাস্তা দিয়ে মালদহের দিকে আসছিল একটি বেসরকারি বাস। অভিযোগ, সাইকেল গর্তে পড়ে যাওয়ায় বাসের পেছন চাকার নিচে ছিটকে পড়েন শঙ্করবাবু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। চালক পালিয়ে গেলেও বাসটিতে ভাঙচুর চালায় গ্রামবাসীদের একাংশ। সেই সঙ্গে মৃতদেহ রাস্তায় ফেলে রেখে প্রায় তিন ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয়। বাসিন্দাদের দাবি, রাস্তা মেরামতের সঠিক আশ্বাস না মিললে বিক্ষোভ অবস্থান চলবেই। কালিয়াচকের ৩ ব্লকের জয়েন্ট বিডিও সুভাস কুমার মন্ডল বলেন, ‘‘জেলা পরিষদের মাধ্যমে রাস্তাটি সংস্কার করা হবে।’’