School Dropouts

স্কুলছুট ফেরাতে পরামর্শ জনপ্রতিনিধির

পঞ্চায়েত সমিতির সভাপতির পরামর্শ, স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠক করে স্কুলছুট পড়ুয়াদের খুঁজে বের করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ০৯:২৮
Share:

পরিকাঠামো নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, স্কুল পরিচালন সমিতি এবং শিক্ষকদের ডেকে বৈঠক পঞ্চায়েত সমিতির সভাপতির। নিজস্ব চিত্র sandipabp4@gmail.com

‘অনুপস্থিত পড়ুয়াদের ‘খুঁজে’ বের করুন’, হাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং পরিচালন সমিতির সদস্যদের বৈঠকে ডেকে বললে পঞ্চায়েত সমিতির সভাপতি। জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভা ঘরে বৈঠক হল বৃহস্পতিবার। সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় ব্লকের ৩০টি হাই স্কুলের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছিলেন। বৈঠকে বিনয় বলেন, “অনেক পড়ুয়া নিয়মিত স্কুলে আসে না, দীর্ঘদিন ধরে স্কুলে আসে না এমন পড়ুয়াও বিভিন্ন স্কুলে আছে, এদের খুঁজে বের করুন।”

Advertisement

এ দিন, পঞ্চায়েত সমিতির সভাপতির পরামর্শ, স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠক করে স্কুলছুট পড়ুয়াদের খুঁজে বের করতে হবে। আলু চাষের মরসুম শুরু হতেই জলপাইগুড়ির বিভিন্ন স্কুলে পড়ুয়াদের অনুপস্থিতির সংখ্যা বাড়তে থাকে। কাজের খোঁজেও পড়ুয়ারা অনেকে বাইরেও চলে যায়। এই পড়ুয়াদের ফিরিয়ে আনতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এ দিনের বৈঠকে বলে খবর।

নানা পরিকাঠামোগত প্রয়োজনে পঞ্চায়েত সমিতির সঙ্গে স্কুল কর্তৃপক্ষের যোগাযোগ থাকে। অর্থ কমিশনের নানা বরাদ্দে স্কুলের পরিকাঠামো উন্নতি বা সংস্কারের পরিকল্পনা নেয় সমিতি। সদর পঞ্চায়েত সমিতির সভাপতি স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বলেছেন, স্কুলে জলের কল লাগবে সে কথাও অনেকে পঞ্চায়েত সমিতি অফিসে এসে বলেন, কেন?

Advertisement

স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বললে কাজ হওয়ার কথা। সেখানে কাজ না হলে তো আছি। আর প্রতি মাসে স্কুল কর্তৃপক্ষ স্থানীয় পঞ্চায়েত সদস্য, অভিভাবকদের নিয়ে বৈঠক করবে।

বৈঠকে উপস্থিত একটি হাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, “স্থানীয় পঞ্চায়েত যদি স্কুলছুটদের ফেরত আনতে পারে ভাল কথা। জনপ্রতিনিধিদের সঙ্গে স্কুলের যোগাযোগ থাকলে পরিকাঠামো থেকে শুরু করে অনেক আনুষাঙ্গিক বিষয়ে সুবিধে হয়।” এ দিনের বৈঠকে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সমীর দাসও ছিলেন। উল্লেখ্য, সভাপতি এবং কর্মাধ্যক্ষ দু’জনেই প্রাথমিক শিক্ষক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement