শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া এই পোস্টারই দেখা গিয়েছে চোপড়ায়। নিজস্ব চিত্র
মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মধ্যেই উত্তর দিনাজপুরের চোপড়ায় এবং কোচবিহারে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ‘দাদার অনুগামী’দের পোষ্টার। তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে।
মঙ্গলবার সকালে চোপড়ার বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার দেখতে পাওয়া যায়। কারা ওই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি। তবে এ নিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিঁধেছে বিজেপিকেই। যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই পোস্টার দেওয়া হযেছে। তবে উত্তরবঙ্গে যখন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী সফররত ঠিক সেই সময়েই এলাকায় ‘দাদার অনুগামী’দের ওই পোষ্টারে কিছুটা বিব্রত স্থানীয় তৃণমূল নেতারা।
একই ছবি দেখা গিয়েছে কোচবিহারেও। কোচবিহার শহর জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ওই পোস্টার। তবে এর পিছনে কারা তা জানা যায়নি। পোস্টার প্রসঙ্গে কিছু বলতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তবে তৃণমূলের তরফে পোস্টার খোলার ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
আরও পড়ুন: পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান আমরাই করব, বললেন মমতা
আরও পড়ুন: হঠাৎ বদলি শিলিগুড়ির পুলিশ কমিশনার, এলেন মুখ্যমন্ত্রীর ‘আস্থাভাজন’ ডিপি সিংহ