বেহাল রাস্তা বাধা হয়ে দাঁড়াল বিয়েতে

বুনিয়াদপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের রাঙাপুকুর থেকে ব্রজবল্লভপুর পঞ্চায়েতের বল্লমপুর পর্যন্ত প্রায় ২ কিমি রাস্তা দীর্ঘ দিন থেকে বেহাল হয়ে আছে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বুনিয়াদপুর শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ০৪:২৪
Share:

গ্রামের রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল। বর্ষায় রাস্তায় জমে এক হাঁটু কাদা। ফলে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়ে। গ্রামের রাস্তা যে খারাপ তার খবরও ছড়িয়ে পড়েছে আশেপাশের গ্রামে। আর এই কারণেই গ্রামের মেয়েদের বিয়ে হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

Advertisement

বুনিয়াদপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের রাঙাপুকুর থেকে ব্রজবল্লভপুর পঞ্চায়েতের বল্লমপুর পর্যন্ত প্রায় ২ কিমি রাস্তা দীর্ঘ দিন থেকে বেহাল হয়ে আছে। এই রাস্তা দিয়েই রাঙাপুকুর, চকচাঁদমুখ, উত্তর লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর ও বল্লমপুরের কয়েক হাজার বাসিন্দা বুনিয়াদপুর শহরে যাতায়াত করেন।স্কুল, কলেজ থেকে স্বাস্থ্যকেন্দ্র, বাজার প্রায় সব ক্ষেত্রেই এ সব এলাকার বাসিন্দাদের শহরে যাতায়াত করতে হয়।

বাসিন্দাদের দাবি, গ্রীষ্মকালে যেমন তেমন, কিন্তু বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়ানক হয়। বৃষ্টির জল জমে আঠালো মাটির হাঁটু পর্যন্ত কাদা তৈরি হয়, যার উপর দিয়ে যাতায়াত করতে প্রতিদিন বাসিন্দাদের চরম ভোগান্তি হয়। দীর্ঘ দিন ধরে রাস্তার এই অবস্থা হলেও, প্রশাসন ব্যবস্থা নেয়নি অভিযোগ।

Advertisement

এই বিষয়ে বেজায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। এই দিন ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা মেরামতের দাবিতে বুনিয়াদপুর-রায়গঞ্জ রাজ্য সড়ক অবরোধও করেছেন।

স্থানীয় বাসিন্দা শ্রীমতী মাহাতো, যোগেন মাহাতোদের এই বিষয়ে প্রশ্ন করা হয়। তাঁদের এই বিষয়ে অভিযোগ, ‘‘একটু বৃষ্টি হলেই রাস্তায় জমে এক হাঁটু-কাদা। রাস্তার কারণে অন্য গ্রামের ছেলেরা এই গ্রামে বিয়ে করতে আসে না। আমরা চাই, প্রশাসন অবিলম্বে রাস্তা মেরামত করুক।’’

এই প্রসঙ্গে বংশীহারির বিডিও শুভদীপ দাসকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘‘আমরা এলাকা পরিদর্শন করেছি। ওই রাস্তাটি জেলা পরিষদের। আমরা জেলা পরিষদকে বলে দ্রুত রাস্তা তৈরির কাজ করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement