বেহাল রাস্তা। —নিজস্ব চিত্র।
আর তিন সপ্তাহ পরেই পুজো। পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির কাজ চলছে জোরকদমে। সেই কাজে গাড়ি বোঝাই করে জিনিসপত্র নিয়ে ছুটতে হচ্ছে মণ্ডপ তৈরির কর্মীদের। রাস্তার বেহাল দশা তাঁদের সেই খাটুনি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পুজোর আগে রাস্তার কেন এত বেহাল দশা তা নিয়ে বাসিন্দারাও প্রশ্ন তুলেছেন।
কিছু দিন আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছিলেন, ওই রাস্তা সংস্কারে ৪০ কোটি টাকা বরাদ্দ করেছে পূর্ত দফতর। তা সত্ত্বেও কেন কজ হচ্ছে না তা নিয়ে সরব হয়েছেন বাসিন্দারা। পূর্ত দফতরের তরফে অবশ্য জানানো হয়েছে, পুজোর আগে শহরের রাস্তায় যে সমস্ত গর্ত রয়েছে সেগুলি বন্ধ করা হবে। পুজোর পরে গোটা রাস্তায় কাজ হবে। দফতরের কোচবিহার জেলার নির্বাহী বাস্তুকার নিতাই চন্দ্র পাল বলেন, “আগামী রবিবার থেকেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। প্রথমে সব গর্ত সারাই হবে।“
বাসিন্দাদের অভিযোগ, আশ্রম রোড, বিশ্বসিংহ রোড, সিলভার জুবিলি রোড, টেম্পল স্ট্রিট, এমজেএন রোড, হরেন্দ্র নারায়ণ রোড, ম্যাগাজিন রোড, হিতেন্দ্রনারায়ণ রোড, সুনীতি রোড, কামতেশ্বরী রোড, কেশব রোড সহ শহরের সমস্ত রাস্তার বেহাল অবস্থা। কোথাও পিচের চাদর উঠে গিয়েছে তো কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে। কিছু জায়গা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।’
পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, শহরের ৩৫টি রাস্তা সংস্কারের জন্য ৩৯ কোটি ৭৭ লক্ষ দশ হাজার ৮৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। কাজের বরাত দিয়ে দেওয়া হয়েছে। আগামী রবিবার থেকে রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে। পূর্ত দফতরের এক আধিকারিক বলেন, “পুজোর আর কয়েকদিন বাকি। তাই গর্তগুলি আগে বুজিয়ে দেওয়া হবে।”