যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়া শেষ জুটিতে ২৫ রান তুলল। স্টার্ক এবং হেজ়লউডের এই জুটি বেশ ভোগালো ভারতকে। তবে পন্থ ক্যাচ না ফেললে অস্ট্রেলিয়া শেষ হয়ে যেত ৮৩ রানে। সহজ ক্যাচ ফেলায় যা হল না। অস্ট্রেলিয়া থামল ১০৪ রানে। ৪৬ রানে লিড পেল ভারত। ৫ উইকেট নিলেন বুমরা। ৩ উইকেট অভিষেক ম্যাচ খেলতে নামা হর্ষিতের। ২ উইকেট নিয়েছেন সিরাজ।
ব্যাট হাতে দলকে ভরসা দিচ্ছেন স্টার্ক। চেষ্টা করছেন পুরো ওভার খেলে পঞ্চম বা ষষ্ঠ বলে এক রান নিতে। উল্টো দিকে থাকা হেজ়লউড খেলেছেন ১৯ বল, সেখানে স্টার্ক ইতিমধ্যেই ৮০ বল খেলে ফেলেছেন। শেষ উইকেটের জুটি ভোগাচ্ছে ভারতকে।
স্টার্ক এবং হেজ়লউড মিলে ১৭ রান করলেন। তাঁদের এই জুটিটাই অস্ট্রেলিয়ার ইনিংসের সর্বোচ্চ।
বাউন্সারে ঘায়েল লায়ন। গালিতে রাহুলের হাতে ক্যাচ দিলেন তিনি। নবম উইকেট হারাল অস্ট্রেলিয়া। তারা এখনও ৭১ রানে পিছিয়ে।
শুক্রবার ভারত ১৫০ রান করেছিল। অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান করেছিল। ভারত এগিয়ে ছিল ৮৩ রানে। অস্ট্রেলিয়ার হাতে ছিল মাত্র ৩ উইকেট। প্রথম দিনে পার্থে ১৭টি উইকেট পড়েছিল।