সরাসরি
Border-Gavaskar Trophy 2024-25

পার্‌থে দ্বিতীয় ইনিংস শুরু ভারতের, বুমরাদের দাপটে প্রথম ইনিংসে বিরাটদের লিড ৪৬ রানে

শুক্রবার ভারত ১৫০ রান করেছিল। অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান করেছিল। ভারত এগিয়ে ছিল ৮৩ রানে। অস্ট্রেলিয়ার হাতে ছিল মাত্র ৩ উইকেট। প্রথম দিনে পার্‌থে ১৭টি উইকেট পড়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৮:০৫
Share:

যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।

সংক্ষেপে
শুক্রবার ভারত ১৫০ রান করেছিল। অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান করেছিল।
ভারত এগিয়ে ছিল ৮৩ রানে। অস্ট্রেলিয়ার হাতে ছিল মাত্র ৩ উইকেট।
প্রথম দিনে পার্‌থে ১৭টি উইকেট পড়েছিল।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৯:৫৭ key status

১০৪ রানে শেষ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া শেষ জুটিতে ২৫ রান তুলল। স্টার্ক এবং হেজ়লউডের এই জুটি বেশ ভোগালো ভারতকে। তবে পন্থ ক্যাচ না ফেললে অস্ট্রেলিয়া শেষ হয়ে যেত ৮৩ রানে। সহজ ক্যাচ ফেলায় যা হল না। অস্ট্রেলিয়া থামল ১০৪ রানে। ৪৬ রানে লিড পেল ভারত। ৫ উইকেট নিলেন বুমরা। ৩ উইকেট অভিষেক ম্যাচ খেলতে নামা হর্ষিতের। ২ উইকেট নিয়েছেন সিরাজ।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৯:২০ key status

স্টার্কের অভিজ্ঞতা ভরসা অস্ট্রেলিয়ার

ব্যাট হাতে দলকে ভরসা দিচ্ছেন স্টার্ক। চেষ্টা করছেন পুরো ওভার খেলে পঞ্চম বা ষষ্ঠ বলে এক রান নিতে। উল্টো দিকে থাকা হেজ়লউড খেলেছেন ১৯ বল, সেখানে স্টার্ক ইতিমধ্যেই ৮০ বল খেলে ফেলেছেন। শেষ উইকেটের জুটি ভোগাচ্ছে ভারতকে।

Advertisement
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৯:০৯ key status

শেষ উইকেটে সর্বোচ্চ

স্টার্ক এবং হেজ়লউড মিলে ১৭ রান করলেন। তাঁদের এই জুটিটাই অস্ট্রেলিয়ার ইনিংসের সর্বোচ্চ। 

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৮:২২ key status

উইকেট নিলেন হর্ষিত

বাউন্সারে ঘায়েল লায়ন। গালিতে রাহুলের হাতে ক্যাচ দিলেন তিনি। নবম উইকেট হারাল অস্ট্রেলিয়া। তারা এখনও ৭১ রানে পিছিয়ে।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৮:১৩ key status

প্রথম দিনের শেষে

শুক্রবার ভারত ১৫০ রান করেছিল। অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান করেছিল। ভারত এগিয়ে ছিল ৮৩ রানে। অস্ট্রেলিয়ার হাতে ছিল মাত্র ৩ উইকেট। প্রথম দিনে পার্‌থে ১৭টি উইকেট পড়েছিল।

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৮:০৫ key status

উইকেট নিলেন বুমরা

দিনের শুরুতেই উইকেট বুমরার। অ্যালেক্স ক্যারেকে আউট করলেন তিনি। নিজের প্রথম ওভারের প্রথম বলেই তুলে নিলেন অস্ট্রেলিয়ার ব্যাটারকে। পার্‌থে পাঁচ উইকেট নিলেন বুমরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement