Lok Sabha Election 2024

মেডিক্যাল সংলগ্ন পথে ‘নরখুলি’ কুকুরের মুখে, তদন্ত

মালদহ মেডিক্যাল কলেজে আগে একাধিক বার সদ্যোজাতের দেহাংশ কুকুরকে খুবলে খেতে দেখা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৪ ০৬:৪২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কুকুরে খুবলে খাচ্ছে মানবখুলি! রবিবার রাতে তা দেখে শিউরে ওঠেন রোগীর আত্মীয়েরা। ঘটনাটি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন জাতীয় সড়কের। রোগীর আত্মীয়দের দাবি, খুলিটি সদ্যোজাতের হতে পারে। মেডিক্যাল কলেজ লাগোয়া এলাকায় কী ভাবে খুলিটি এল তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরে, পুলিশ গিয়ে খুলিটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মালদহ মেডিক্যালের মর্গে পাঠিয়েছে।

Advertisement

মালদহ মেডিক্যাল কলেজে আগে একাধিক বার সদ্যোজাতের দেহাংশ কুকুরকে খুবলে খেতে দেখা গিয়েছে। এ বার মেডিক্যাল কলেজের প্রবেশের সদর দরজা লাগোয়া জাতীয় সড়কের নর্দমার উপরে কুকুরকে একটি খুলি খুবলে খেতে দেখা যায়। রোগীর আত্মীয়দের একাংশ কুকুরটিকে তাড়া করে সরিয়ে দেন। সেটি সদ্যোজাতের মাথার খুলি বলে দাবি করেন তাঁরা। খুলিটি সদ্যোজাতের কি না, তা ময়না-তদন্তে স্পষ্ট হবে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, খুলির অধিকাংশই নষ্ট হয়ে গিয়েছে। স্পষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না। মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেছেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

খুলি উদ্ধারের সঙ্গে মেডিক্যালের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মালদহ মেডিক্যাল কলেজের সুপার তথা সহ-অধ্যক্ষ প্রসেনজিৎ বর বলেন, “মেডিক্যাল চত্বরে খুলি উদ্ধারের ঘটনা ঘটেনি। মেডিক্যালের বাইরে হয়েছে। তবু ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।” স্থানীয়দের দাবি, মেডিক্যাল, সংলগ্ন এলাকায় একাধিক নার্সিংহোম রয়েছে। জাতীয় সড়কের পাশে রেল লাইনও রয়েছে। সেখানে প্রায়ই সদ্যোজাতের দেহ উদ্ধারের ঘটনা ঘটে। কুকুরে দেহাংশ সেখান থেকেও নিয়ে আসতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement