ধূপগুড়িতে লক্ষাধিক টাকার বাজি উদ্ধার, গ্রেফতার ১

সেই অভিযানে লক্ষাধিক টাকার বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বেআইনি বাজি বিক্রিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১ ব্যবসায়ীকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা      

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ১৫:৪৪
Share:

বাজেয়াপ্ত বাজি। নিজস্ব চিত্র।

দীপাবলীতে বাজি ফাটানো এবং বিক্রি করার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে আগেই। তা সত্ত্বেও লুকিয়ে চুরিয়ে বাজি বিক্রি করছেন অনেক ব্যবসায়ী। এ রকমই বেআইনি বাজি বিক্রির খবর পেয়ে ধূপগুড়ি শহরে অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে লক্ষাধিক টাকার বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বেআইনি বাজি বিক্রিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১ ব্যবসায়ীকে।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার রাতে ধূপগুড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রচুর বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয় দোকান মালিককেও। ধৃতের নাম পাপ্পু সাহা (৩৫)। তিনি ধূপগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

Advertisement

এর আগেও ধূপগুড়ির একাধিক বাজারে অভিযান চালায় পুলিশ। আজকেও শহরে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ধূপগুড়ি থানা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement