এফআইআরের প্রেক্ষিতে দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। প্রতীকী ছবি
এক দিনে তিনটি ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হল জলপাইগুড়িতে। এফআইআরের প্রেক্ষিতে দু’জনকে গ্রেফতারও করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পেটকাটি এলাকার এক প্রতিবন্ধী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত গ্রেফতার হয়েছে। ধৃতের নাম মঙ্গলা দাস। সে-ও ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মঙ্গলবার তাকে আদালতে হাজির করানো হয়।
অন্য দিকে, জলপাইগুড়ি শহর সংলগ্ন বেলাকোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাবা-মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে নবম শ্রেণিতে পাঠরত এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে জগ রায় নামে বছর ষাটের এক ব্যক্তির বিরুদ্ধে। মেয়ের চিৎকারে মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় মা ও মেয়ে জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।
তৃতীয় অভিযোগটি জলপাইগুড়ি সদর ব্লক এলাকার। প্রতিবেশীর উঠোনে চার বছরের একটি শিশুকন্যা খেলছিল। ওই বাড়ির মালিক বছর পঁয়তাল্লিশের সুকুমার দে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেন নির্যাতিতার মা। শিশুটির মা ও ঠাকুমা মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।
প্রথম দুই নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে ওই নির্যাতিতাদের হাসপাতালে দেখতে আসেন সিপিএম নেতারা। দুই নির্যাতিতার পরিবারের সদস্যদের সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তাঁরা। তৃতীয় ক্ষেত্রে অভিযুক্ত সুকুমারকে পুলিশ গ্রেফতার করলেও বেলাকোবার ধর্ষণে অভিযুক্তকে জগ এখনও পলাতক।
জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘পুলিশ সব ঘটনার তদন্ত করছে। গত কয়েক দিনে নাবালিকাদের শ্লীলতাহানি ঘটনাগুলিতে যারা অভিযুক্ত তারা সকলেই প্রতিবেশী।’’