blood bank

Malda: মালদহ মেডিক্যাল কলেজে রক্তের কালোবাজারির অভিযোগ, গেফতার ৩

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে এক জন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্রুপ ডি কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১০ জুন ২০২১ ১৭:১৯
Share:

তিন জনকে গ্রেফতার করছে ইংরেজবাজার থানা। নিজস্ব চিত্র।

রক্তের কালোবাজারি চক্রের তিন পাণ্ডাকে বৃহস্পতিবার গ্রেফতার করল মালদহের ইংরেজাবাজার থানা। ধৃতরা হলেন সুজিত রায়, মলয় কুণ্ডু এবং দেবব্রত দত্ত।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুজিত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্রুপ ডি কর্মী। তাঁর বাড়ি ইংরেজবাজার পুর এলাকার পুরাটুলিতে। বাকি দু’জন ইংরেজবাজারের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে।

জেলা জুড়ে রক্তসঙ্কট চলছে। মালদহ মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল। এমন পরিস্থিতিতে রোগীদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এক দল মোটা টাকার বিনিময়ে রক্তের কারবার করছে। বেশ কিছু দিন ধরেই মালদহ মেডিক্যাল কলেজে এমন একটি চক্রের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। পুলিশের কাছেও সে কথা পৌঁছয়। সেই চক্রকে ধরতে তক্কে তক্কে ছিল ইংরেজাবাজার থানা। বৃহস্পতিবার সেই চক্রের তিন পাণ্ডাকে হাতেনাতে ধরে ফেলেন পুলিশ আধিকারিকরা। ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানান, দীর্ঘ দিন ধরে রক্তের কালোবাজারির অভিযোগ পাওয়া যাচ্ছিল। কিন্তু কোনও প্রমাণ পাওয়া যাচ্ছিল না। তাই এই চক্রকে প্রমাণসহ ধরার জন্য ছক কষা হয়। তাতেই আসে সাফল্য। এই চক্রের সঙ্গে আরও বড় কোনও মাথা রয়েছে কিনা সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement