ভাসুরঝিকে অপহরণ তুফানগঞ্জে মহিলা ধৃত

নিঁখোজ হওয়ার তিন দিনের মাথায় পঞ্চম শ্রেণীর ছাত্রী এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে নিউ কোচবিহার এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে। তার বাড়ি তুফানগঞ্জ থানার মারুগঞ্জ এলাকায়। ওই ঘটনায় নাবালিকার এক আত্মীয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তুফানগঞ্জ শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৬ ০১:৫৭
Share:

নিঁখোজ হওয়ার তিন দিনের মাথায় পঞ্চম শ্রেণীর ছাত্রী এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে নিউ কোচবিহার এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে। তার বাড়ি তুফানগঞ্জ থানার মারুগঞ্জ এলাকায়। ওই ঘটনায় নাবালিকার এক আত্মীয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

Advertisement

গত বৃহস্পতিবার ওই মহিলা ছাত্রীটিকে নিয়ে বেপাত্তা হয়ে যান বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। অভিযুক্তকেও গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা রুজু হয়েছে। তবে নিছক পারিবারিক বিবাদ না, ওই নাবালিকাকে পাচারের ছক কষে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, তা নিয়ে ধন্দে পড়েছেন পুলিশের তদন্তকারী অফিসাররা। ওই ব্যাপারে নিশ্চিত হতে ধৃতের মোবাইলের কললিস্ট খতিয়ে দেখা হচ্ছে। কোচবিহারের পুলিশ সুপার সুনীল যাদব বলেন, “নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।”

পুলিশ সূত্রেই জানা গিয়েছে, মারুগঞ্জের বাসিন্দা ওই মহিলা বৃহস্পতিবার দুপুরে একটি ব্যাঙ্কে টাকা তুলতে যাওয়ার কথা বলে ভাসুরের নাবালিকা মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরোন। তারপর থেকে তাদের খোঁজ মিলছিল না। তুফানগঞ্জ থানায় অভিযোগ জানানো হয়। পাশাপাশি শনিবার রাতে কোচবিহার শহর ও লাগোয়া এলাকায় মাইকে প্রচারও চালানো হয়। ওই রাতেই নিউ কোচবিহার এলাকায় সন্দেহজনকভাবে এক মহিলা ও নাবালিকাকে ঘোরাঘুরি করতে দেখার খবর কানে যায় পুলিশের। তুফানগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, দুই ভাইয়ের সম্পর্ক ভাল হলেও কয়েক মাস আগে দুই জা’য়ের মধ্যে রীতিমতো ঝগড়া হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ওই নাবালিকাকে নিয়ে ধৃত মহিলা হাসিমারায় ছিলেন। পর দিন শিলিগুড়ি যান। শনিবার কোচবিহারে ফেরেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement