খাঁচাবন্দি চিতাবাঘ দেখতে ভিড়। নিজস্ব চিত্র
কোভিড বিধি ভুলে চিতাবাঘ দেখতে ভিড় চা বাগান শ্রমিকদের। রবিবার এই ঘটনা ঘটেছে ডুয়ার্সের বিন্নাগুড়িতে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাগানে চিতাবাঘের উপদ্রব দেখা দিয়েছিল। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাগানে। তাই বন দফতরের কাছে চিতাবাঘটি ধরতে খাঁচা পাতার আবেদন করা হয়েছিল। রবিবার ভোরে বন দফতরের পাতা খাঁচাতেই ধরা পড়ে পূর্ণ বয়স্ক একটি পুরুষ চিতাবাঘ।
খাঁচাবন্দি চিতা। নিজস্ব চিত্র
খাঁচাবন্দি চিতাবাঘ দেখতে ভিড় জমান চা বাগানের শ্রমিক-সহ অনেকেই। তাঁদের মধ্যে করোনা বিধি মানার কোনও লক্ষণই দেখা যায়নি। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় বলেন, ‘‘আমরা খাঁচা পেতেছিলাম প্রায় ১৫ দিন আগে। আজ সেই খাঁচাতেই ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।প্রাণীটিকে লাটাগুড়ি পরিস্থিতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।’’