Murder

ছেলেকে গলা কেটে খুন বাবা- মায়ের, অভিযোগ স্ত্রী এবং ভাইয়ের বিরুদ্ধেও

এমন কাণ্ডে স্তম্ভিত এলাকার বাসিন্দারা। ঘটনার কথা মনে করে শিউরে উঠছে তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩৮
Share:

ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে দেহ। নিজস্ব চিত্র

পারিবারিক অশান্তির জেরে ছেলের গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল বাবা এবং মায়ের বিরুদ্ধে। খুনে জড়িত থাকার অভিযোগ উঠেছে নিহতের স্ত্রী এবং ভাইয়ের বিরুদ্ধেও। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কোচবিহারের এক নম্বর ব্লকের হাঁড়িভাঙা এলাকায়। রবিবার রাতের ওই ঘটনায় ৪ অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে হাঁড়িভাঙা এলাকার বাসিন্দা জয়ন্ত কুমার সরকারকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেন তাঁর বাবা তপন সরকার এবং ছায়ারানি সরকার। হত্যাকাণ্ডে জয়ন্তের এক ভাই এবং তাঁর স্ত্রী-ও জড়িত বলে তদন্তকারীদের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোচবিহার কোতয়ালি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে। জয়ন্তের বাবা, মা, স্ত্রী এবং ভাইয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তাঁর আরেক ভাই।

কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, ‘‘নিহত এবং অভিযুক্তরা সকলেই একই পরিবারের। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, পারিবারিক ঝামেলার জেরেই জয়ন্তকে গলা কেটে খুন করা হয়েছে।’’ এমন কাণ্ডে স্তম্ভিত এলাকার বাসিন্দারা। ঘটনার কথা মনে করে শিউরে উঠছে তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement