Malda

চুক্তিভিত্তিক শিক্ষকদের আন্দোলন ঘিরে উত্তেজনা মালদহে

আগামী ১১ জানুয়ারি ওই মঞ্চের ডাকে নবান্ন অভিযান। তারই অঙ্গ হিসাবে প্রতি জেলায় এই সংগঠনের উদ্যোগে বুধবার এই কর্মসূচি ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ২০:৪৮
Share:

চুক্তি ভিত্তিক শিক্ষকদের আন্দোলন। নিজস্ব চিত্র।

সম কাজে সম বেতনের দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিতে এসেছিলেন চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা। কিন্তু পশ্চিমবঙ্গ শিক্ষা ঐক্য মঞ্চের মালদহ জেলা কমিটির সেই স্মারকলিপি জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জেলা প্রশাসনিক ভবন চত্বরে। ভিতরে ঢুকতে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বলে অভিযোগ।

Advertisement

বুধবার গোটা জেলা থেকে মিছিল করে জেলাশাসকের দফতর চত্বরে জড় হন কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাকর্মী। দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি দিতে এলেও তাঁদের জেলাশাসকের দফতরে ঢুকতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এর পরেই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে এগিয়ে যান আন্দোলনকারীরা। পরে মহকুমাশাসকের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয়।

আগামী ১১ জানুয়ারি ওই মঞ্চের ডাকে নবান্ন অভিযান। তারই অঙ্গ হিসাবে প্রতি জেলায় এই সংগঠনের উদ্যোগে বুধবার এই কর্মসূচি ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement