Cooch Behar

গরু পাচারের চেষ্টা! কোচবিহারে বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে জখম এক

তুফানগঞ্জের পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যক্তির নাম সইদুল ইসলাম (৪৫)। তিনি অসমের ধুবড়ির বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৩
Share:

নিজস্ব চিত্র।

ভারত বাংলাদেশ সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র গুলিতে জখম হলেন এক জন। বিএসএফের অভিযোগ, কালজানি নদী দিয়ে গরু পাচার করার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। শনিবার ভোর রাতে কোচবিহারের তুফানগঞ্জ ১ ব্লকের মধ্য বালাভূত এলাকায় ঘটনাটি ঘটেছে। বাহিনী সূত্রে দাবি, ঘটনাস্থল থেকে ৩টি গরুও উদ্ধার হয়েছে।

Advertisement

তুফানগঞ্জের পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যক্তির নাম সইদুল ইসলাম (৪৫)। তিনি অসমের ধুবড়ির বাসিন্দা। তাঁকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় প্রথমে। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় কোচবিহার মেডিক্যাল কলেজে। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, ‘‘বিএসএফের গুলিতে এক জনের আহত হওয়ার খবর শনিবার আসে তুফানগঞ্জ থানায়। সইদুল ইসলাম নামে ওই ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement