Bison

বাইসনের হামলায় মৃত এক, জখমও এক

ঘটনার পরেই আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় নিশিগঞ্জ গ্রামীণ হাসাপাতালে। প্রাথমিক চিকিৎসার পর নৃপেনকে রেফার করে দেওয়া হয় কোচবিহারে। সেখানে নিয়ে যাওয়ার পরেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ২৩:৩৫
Share:

দিনভর বাইসনের তাণ্ডব। — নিজস্ব চিত্র।

দিনভর বাইসনের তাণ্ডব। বাইসনের হামলায় মৃত্যু হল এক জনের। আহত আরও এক জন। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের প্রেমেরডাঙায়। তেঁতুলগুঁড়ি এলাকায় বাইসনের হানায় মৃত হয় পঞ্চাশোর্ধ নৃপেন বর্মণের। আহত হন পূর্ব শিলডাঙা এলাকার শঙ্কর বর্মণ।

Advertisement

ঘটনার পরেই আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় নিশিগঞ্জ গ্রামীণ হাসাপাতালে। প্রাথমিক চিকিৎসার পর নৃপেনকে রেফার করে দেওয়া হয় কোচবিহারে। সেখানে নিয়ে যাওয়ার পরেই তাঁর মৃত্যু হয়। মৃত নৃপেনের স্ত্রী বলেন, ‘‘বাড়ির বাইরেই কাজ করছিল আমার স্বামী। তখন একটা জোরালো শব্দ হয়। বাইরে বেরিয়ে দেখি স্বামীর দেহ পড়ে রয়েছে।’’

আহত শঙ্কর জানান, তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। সেই সময় তাঁকে গুঁতো দেয় বাইসনটি। সঙ্গে সঙ্গে তিনি রাস্তার পাশে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন। এলাকায় বাইসন বেরোনোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের আধিকারিক ও কর্মীরা। বন দফতরের এডিএফও বিজন নাথ বলেন, ‘‘ওই এলাকায় দু’টি বাইসন বেরিয়েছিল। বন দফতরের কর্মীরা বাইসন দু’টিকে কাবু করে করে উদ্ধার করেছে। বাইসনের হামলায় এক জনের মৃত্যু হয়েছে। এক জন আহত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement