হাতির তাণ্ডবে তছনছ কাঁচাবাড়ি। নিজস্ব চিত্র
গভীররাতে গ্রামে হাতির তাণ্ডবে ভাঙল বাড়ি। সকালে হাতির আক্রমণে মৃত্যু হল এক যুবকের ব্যাক্তির। এই ঘটনা জলপাইগুড়ি জেলার মালবাজারের গাজলডোবার সাত নম্বর কলোনি এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালবাজার থানার পুলিশ। যান তারঘেরা বন দফতরের আধিকারিকরাও।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীররাতে হাতি তারঘেরা জঙ্গল থেকে বেরিয়ে ৭ নম্বর কলোনি পাড়ায় তাণ্ডব চালায় রাতভর। পাঁচটি কাঁচা বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়। হরি ছেত্রী (৩৬) নামে ওই এলাকার এক বাসিন্দাকে সকালে পিষে হত্যা করে দাঁতালটি।
এ ব্যাপারে তারঘেরা বন দফতরের রেঞ্জার শুভজিৎ মৈত্র বলেন, ‘‘বৈকন্ঠপুর জঙ্গল থেকে হাতিটি বার হয়েছিল।’’ হরির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মালবাজার পুলিশ।