বৈষ্ণবনগর থেকে গ্রেফতার করেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ। —প্রতীকী চিত্র।
শিলিগুড়িতে ট্যাবের টাকা চুরির অভিযোগে মালদহ থেকে গ্রেফতার এক জন। মালদহের বৈষ্ণবনগর থেকে গ্রেফতার করা হয় সেই ব্যক্তিকে।
২১ জন পড়ুয়ার ট্যাবের টাকা চুরির অভিযোগ উঠেছিল শিলিগুড়িতে। তারই তদন্তে নেমে বৈষ্ণবনগর থানা এলাকা থেকে মনোজ চৌধুরী নামে এক সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহের বৈষ্ণব নগরে সিএসপি চালাতেন ধৃত ব্যক্তি। সেই সিএসপি-র আড়ালে ট্যাব-চক্রের সঙ্গে জড়িত ছিলেন তিনি। অন্তত ৪০ জন পড়ুয়ার ট্যাবের টাকা তিনি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।
ট্যাব-কাণ্ডে শিলিগুড়ি থেকে এখনও পর্যন্ত গ্রেফতার হন ছ’জন। লালবাজারের গোয়েন্দা বিভাগ-সহ বিধাননগর সাইবার পুলিশ, পশ্চিম মেদিনীপুর পুলিশ, বর্ধমান সাইবার ক্রাইম শিলিগুড়িতে হানা দিয়ে কখনও বিহারের বাসিন্দা, আবার কখনও শিলিগুড়ি ও চোপড়ার বাসিন্দাদের গ্রেফতার করেছে।