বৈঠক শেষ হওয়ার কিছু ক্ষণের মধ্যে তৃণমূলের দুই ‘শিবির’ একে অন্যের দিকে গুলি চালাতে শুরু করে। ফাইল চিত্র।
উত্তর দিনাজপুরের চোপড়ায় দুই তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার এক জন। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মহম্মদ আশরু। গ্রেফতার খবর নিশ্চিত করেছেন ইসলামপুর পুলিশ জেলার সুপার বিশপ সরকার।
বৃহস্পতিবার চোপড়ার যেখানে গুলি চলে, সেই দিঘাবানা এলাকাতেই বাড়ি বিধায়ক হামিদুল রহমানের। বিধায়কের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মাঠে এ দিন তৃণমূলের দলীয় বৈঠক ছিল। উদ্দেশ্য, এলাকার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতে সম্ভাব্য দলীয় প্রার্থী বাছাই। নেতৃত্বে ছিলেন বিধায়কের ভাই তাজিমুদ্দিন। বৈঠকে থাকা কয়েক জন জানান, চারটি নাম প্রাথমিক ভাবে বাছা হলেও, তা নিয়ে দলের অন্দরে মতানৈক্য হয়। স্থানীয় সূত্রের খবর, বৈঠক শেষ হওয়ার কিছু ক্ষণের মধ্যে তৃণমূলের দুই ‘শিবির’ একে অন্যের দিকে গুলি চালাতে শুরু করে। ওই ঘটনায় ফয়জুল রহমান ও হাঁসু মহম্মদ নামে দুই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। গুলি চলার ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।