নিজস্ব চিত্র।
শিশু দিবস উপলক্ষে বিশেষ ভাবে সক্ষম শিশুদের নিয়ে ছুটল টয় ট্রেন। সোমবার সকালে শিলিগুড়ি স্টেশন থেকে ২৫ জন শিশুকে নিয়ে টয় ট্রেন রওনা দেয় পাহাড়ের উদ্দেশে। গন্তব্য রংটং।
সোমবার সকালে শিলিগুড়ি স্টেশন থেকে ট্রেনে ওঠার আগে বছর চোদ্দোর শুক্লা সরকার বলছে, ‘‘প্রথম বার টয় ট্রেনে উঠব, ভেবেই ভাল লাগছে।’’ এ বছরের শিশু দিবস উদ্যাপন অন্য বারের চেয়ে একটু আলাদা বলেই জানাচ্ছে বিমল মাহাতো। তার কথায়, ‘‘প্রত্যেক বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে থাকি আমরা। এ বার সত্যিই অন্য রকম লাগছে। কী যে আনন্দ হচ্ছে!’’
এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে। ওই শিশুদের জন্য বরাদ্দ করা হয়েছে টয় ট্রেনের একটি গোটা কামরা। শুধু তা-ই নয়, টিকিটও অর্ধেক দামে বিক্রি করা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, এই ছেলেমেয়েগুলো টয় ট্রেন চড়ার সুযোগই পায় না। ওদের অনেকেই হয়তো প্রথম বার চড়ছে।