Communal harmony

Communal harmony: এলাকায় একমাত্র হিন্দু প্রতিবেশীর শেষযাত্রায় পা মেলালেন মুসলিম গ্রামবাসীরা

দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিলেন রঘুনাথ শর্মা। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। সংখ্যালঘু অধ্যুষিত ওই গ্রামে একমাত্র হিন্দু পরিবার তাঁরাই। প্রায় ৬০ বছর ধরে ওই এলাকার বাসিন্দা তাঁরা। সুখে-দুঃখে প্রতিবেশীদের পাশে পেতে। কেউ কেউ কখনও তাঁদের মধ্যে সাম্প্রদায়িক ভেদাভেদের পাঁচিল তুলে দেয়নি। যখন রঘুনাথ গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাঁকে হাসপাতালেও নিয়ে যান মুসলিম প্রতিবেশীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৮:২৯
Share:

হিন্দু প্রতিবেশীর শেষযাত্রায় পা মেলালেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। নিজস্ব চিত্র

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রাখল ফুলবাড়ি ২ নম্বর গ্রামপঞ্চায়েতের বানিয়াপাড়া। এলাকায় একমাত্র হিন্দু প্রতিবেশীর শেষযাত্রায় পা মেলালেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।

দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিলেন রঘুনাথ শর্মা। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। সংখ্যালঘু অধ্যুষিত ওই গ্রামে একমাত্র হিন্দু পরিবার তাঁরাই। প্রায় ৬০ বছর ধরে ওই এলাকার বাসিন্দা তাঁরা। সুখে-দুঃখে প্রতিবেশীদের পাশে পেতে। কেউ কেউ কখনও তাঁদের মধ্যে সাম্প্রদায়িক ভেদাভেদের পাঁচিল তুলে দেয়নি। যখন রঘুনাথ গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাঁকে হাসপাতালেও নিয়ে যান মুসলিম প্রতিবেশীরা।

Advertisement

এই নিয়ে গ্রামের পঞ্চায়েত সদস্য ও তৃণমূল অঞ্চল সভাপতি রবিউল করিম বলেন, ‘‘আমাদের এই এলাকার মধ্যে ওরাই একটি মাত্র হিন্দু পরিবার রয়েছে। আমরা একত্রে মিলেমিশে থাকি।’’

আর ওই হিন্দু পরিবারের সদস্য রবি শর্মা বলেন, ‘‘আমরা শোকের মধ্যেও যথেষ্ট উৎসাহিত কারণ, আমি একটি মুসলিম এলাকায় থেকেও যে ভাবে তাঁদেরকে পাশে পেয়ে থাকি তা তুলনাহীন। এই ভাবেই আমরা চিরদিন থাাকতে চাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement