Jalpaiguri Municipality

প্লাস্টিক রুখতে পরিবেশবান্ধব ব্যাগ তৈরির ভাবনা পুরসভার

শহরের দিনবাজার, স্টেশনবাজার, বয়েলখানাবাজার, বউবাজার, ইন্দিরা গান্ধী কলোনি বাজার-সহ সর্বত্রই প্লাস্টিক ক্যারিব্যাগ হাতে দেখা যাচ্ছে বাসিন্দাদের।

Advertisement

অর্জুন ভট্টাচার্য  

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৮:২২
Share:

রমরমিয়ে চলছে প্লাসটিক ব্যবহার। —ফাইল চিত্র।

প্রথমে নিয়ম, পরে প্রচার করে বার বার সতর্ক করা হয়েছে। তার পরেও প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না জলপাইগুড়িতে। রমরমিয়ে ক্যারিব্যাগের ব্যবহার চলছে বলে অভিযোগ। ওই ব্যাগ বন্ধ করতে মাঝে মধ্যে অভিযানও চলছে বলে দাবি পুরসভার। তবুও কোনও কাজ হচ্ছে না বলে এ বারে অভিযোগ তুলেছে পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থাগুলি।

Advertisement

পুর কর্তৃপক্ষের দাবি, ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে বাজারগুলিতে মাঝে মাঝে নজরদারি চালানো হলেও তেমন সাড়া মিলছে না। সে ক্ষেত্রে ধারাবাহিক ভাবে নজরদারি বাড়ানোর পরিকল্পনা গ্রহণের চেষ্টা চলছে বলে দাবি কর্তৃপক্ষের। এর পাশাপাশি, পুরসভার পক্ষ থেকে পরিবেশবান্ধব ব্যাগ তৈরির পরিকল্পনাও হচ্ছে।

শহরের দিনবাজার, স্টেশনবাজার, বয়েলখানাবাজার, বউবাজার, ইন্দিরা গান্ধী কলোনি বাজার-সহ সর্বত্রই প্লাস্টিক ক্যারিব্যাগ হাতে দেখা যাচ্ছে বাসিন্দাদের। অভিযোগ, পুরসভা ও প্রশাসনের তরফে প্লাস্টিক-দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে তেমন প্রচার নেই। পরিবেশপ্রেমী সংগঠনগুলির দাবি, ক্যারিব্যাগ নিষিদ্ধ হলেও প্লাস্টিক ক্যারিব্যাগের কারখানাগুলি চলছে। ওই কারখানাগুলি-সহ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা। ব্যবসায়ী সমিতিগুলির দাবি, ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে প্রশাসনের তৎপরতা বাড়ানো জরুরি।

Advertisement

পরিবেশকর্মী কৌশিক শিকদার বলেন, ‘‘প্লাস্টিকের ক্যারিব্যাগ নিষিদ্ধ করা খুবই জরুরি। কারণ, এটি পলিথিন নির্মিত একটি জৈব ভাবে অপচনশীল পদার্থ। প্লাস্টিকের ক্যারিব্যাগ পরিবেশের ক্ষতি সাধন করছে। নিকাশি ব্যবস্থারও ব্যাপক ক্ষতি করছে এই ক্যারিব্যাগ। সচেতন ক্রেতা হিসেবে প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জন করতে হবে। ও পরিবে বান্ধব উপকরণ দিয়ে তৈরি ব্যাগ ব্যবহারে জোর দিতে হবে।’’

পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থাগুলির দাবি, ৪০ মাইক্রনের নীচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। অন্তত ১০০ মাইক্রনের প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করার কথা বলা হয়েছে। এই আইনকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে ৪০ মাইক্রনের ক্যারিব্যাগ তৈরি চলছে। এই কারখানাগুলি বন্ধ করতে কঠোর ব্যবস্থা খুবই জরুরি বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা।

জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল বলেন, ‘‘প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বর্তমানে যথেষ্টই বেড়েছে। পুরসভার পক্ষ থেকে শীঘ্রই প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে অভিযানে নামা হবে। পরিবেশবান্ধব ব্যাগ তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজে লাগাতে ব্যবস্থা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement