মাটি চাপা পড়ে মৃত হস্তিশাবক

Mug slide kills baby elশনিবার ভাটপাড়া চা বাগানের পর রবিবার ফের ডুয়ার্সের বানারহাটের কারবালা চা বাগানের নালা থেকে একটি এক মাস বয়সী হস্তিশাবকের দেহ উদ্ধার করল বন দফতর। চা বাগান সুত্রে জানা যায়, শনিবার রাতে ২৫-৩০টির একটি হাতির দল চা বাগানে ঢোকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বানারহাট শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৬ ০২:০৯
Share:

পড়ে রয়েছে হস্তিশাবকটির দেহ। ছবি: রাজকুমার মোদক।

শনিবার ভাটপাড়া চা বাগানের পর রবিবার ফের ডুয়ার্সের বানারহাটের কারবালা চা বাগানের নালা থেকে একটি এক মাস বয়সী হস্তিশাবকের দেহ উদ্ধার করল বন দফতর। চা বাগান সুত্রে জানা যায়, শনিবার রাতে ২৫-৩০টির একটি হাতির দল চা বাগানে ঢোকে। দলটি ফিরে যাওয়ার সময় হয়ত চা বাগানের আড়াই ফুট চওড়া ও তিন ফুট গভীর নালায় পড়ে যায়। রবিবার সকালে নালায় হস্তিশাবকের দেহ পড়ে থাকতে দেখে বনকর্মিদের খবর দেন শ্রমিকরা। খবর পেয়ে বানারহাট রেঞ্জ ও বিন্নাগুড়ি স্কোয়াডের বনকর্মিরা ঘটনাস্থলে যান। প্রাথমিক ভাবে ধারণা, শাবকটির পিছনের দু’টি পা নালায় পড়ে গেলে আর উঠতে পারেনি।

Advertisement

বনকর্মিরা জানান, শাবকটিকে নালা থেকে তোলার চেষ্টা করে দলটি। তার ফলে হাতির পায়ের চাপে নালার পারের মাটি ধসে গিয়ে আরও বেশি করে শাবকটির উপর পড়ে গিয়ে সে মারা যেতে পারে। পরে কোদাল দিয়ে মাটি কেটে সরিয়ে শাবকটিকে তোলা হয়।

বানারহাটের রেঞ্জার দয়াল সরকার ও বিন্নাগুড়ি স্কোয়াডের রেঞ্জার জলধর রায় বলেন, “দলের সঙ্গে এক মাস বয়সী শাবকটি চা বাগানে ঢুকেছিল। পিছনের পা পিছলে নালায় পড়ে যায়। মাটি চাপা পড়ে ফুটফুটে হস্তিশাবকটি মারা গিয়েছে বলে অনুমান করছি। মরাঘাট জঙ্গলে শাবকটির ময়নাতদন্ত করার পর মৃত্যুর কারন জানা যাবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement