পার্টি কার্যালয়েই ঘর-সংসার। — নিজস্ব চিত্র।
পঞ্চায়েতের ভোটগণনা শেষ। কিন্তু হিংসা এখনও চলছে বলে অভিযোগ বিরোধীদের। গেরুয়া শিবিরের দাবি, দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের হিংসা থেকে বাঁচতে বিজেপির জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন শতাধিক নেতা, কর্মী। যদিও একে স্রেফ নাটক বলে দাবি করেছে তৃণমূল।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির জেলা অফিসই এখন ঘরবাড়ি ঘরছাড়া বিজেপি নেতা, কর্মীদের। অভিযোগ, ভোট পরবর্তী হিংসার হাত থেকে প্রাণ বাঁচাতেই বিজেপির জেলা অফিসে আশ্রয় নিয়েছেন প্রায় ১০০ বিজেপি নেতা ও কর্মী। অভিযোগ, জেলার বিভিন্ন প্রান্তে ভোটের পর জয়ী প্রার্থী বা বিজেপি সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল। কারও আবার ভাঙা হয়েছে বাড়িঘর। অগত্যা ঘর ছেড়ে এখন এই সমস্ত বিজেপি নেতা কর্মীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বালুরঘাটের বিজেপি অফিস।
বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, ভোটের আগেও সন্ত্রাস হয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাস পুরোদমে চলছে। আসলে পঞ্চায়েত ভোটের নামে প্রহসন হয়েছে। তিনি বলেন, ‘‘শতাধিক কার্যকর্তা বাড়ি যেতে পারছেন না। তাই বাধ্য হয়ে তাঁরা পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন।’’
অন্য দিকে, এই ঘটনায় তৃণমূলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকী বলেন, ‘‘বিজেপি রাজ্যে ৩৫৫ ধারা প্রয়োগ করার চক্রান্ত করছে। ভোটে গোলমাল পাকানোর কারণে যাঁদের নামে পুলিশে অভিযোগ হয়েছে, তাঁদের পার্টি অফিসে রেখে বাড়িছাড়ার নাটক করছে বিজেপি।’’