দলকে তাতিয়ে কোচ চান কাঙ্খিত জয়

প্রাদেশিকতাবাদেই দলকে তাতিয়ে জয় হাসিল করতে চাইছেন মহমেডান কোচ অনন্ত ঘোষ। বৃহস্পতিবার লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চানমারি এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে এখন এটাই মূল মন্ত্র মহমেডানের। এ দিন কোচের বক্তব্যে ফুটে উঠে‌ছে সেই সুরই। ইউনাইটেড অবশ্য কোনওদিকে না তাকিয়ে জেতার জন্য ঝাঁপানো ছাড়া কিছু ভাবছে না বলে পরিস্কার জানিয়ে দিয়েছেন ইউনাইটেডের দায়িত্বপ্রাপ্ত কোচ অঞ্জন নাথ।

Advertisement

সংগ্রাম সিংহ রায়

শিলিগুড়ি শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৫ ০২:২৪
Share:

অনুশীলনে মহমেডান। —নিজস্ব চিত্র।

প্রাদেশিকতাবাদেই দলকে তাতিয়ে জয় হাসিল করতে চাইছেন মহমেডান কোচ অনন্ত ঘোষ। বৃহস্পতিবার লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চানমারি এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে এখন এটাই মূল মন্ত্র মহমেডানের। এ দিন কোচের বক্তব্যে ফুটে উঠে‌ছে সেই সুরই। ইউনাইটেড অবশ্য কোনওদিকে না তাকিয়ে জেতার জন্য ঝাঁপানো ছাড়া কিছু ভাবছে না বলে পরিস্কার জানিয়ে দিয়েছেন ইউনাইটেডের দায়িত্বপ্রাপ্ত কোচ অঞ্জন নাথ।

Advertisement

আইজল এফসির কাছে জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে। মহমেডান টিম ম্যানেজমেন্টের সেই আফশোস এখনও যাচ্ছে না। আইজলকে হারিয়ে দিতে পারলে এতক্ষণে লিগ তালিকায় নিরাপদ জায়গায় থাকা যেত। নিজেদের জেতার ক্ষমতা যে আছে এই বিশ্বাসটাই দলের ভিতরে চালান করে দিয়ে বাজিমাত করতে চাইছেন তাঁরা। আইজল ম্যাচের মত এক ভুল আর যাতে না হয় সে দিকে সতর্ক নজর রাখছেন তাঁরা।

এ বার বিপক্ষে প্রতিযোগিতার এখনও পর্যন্ত দ্বিতীয় সফল চানমারি এফসি।বৃহস্পতিবার বিকেলে তাঁদের মুখোমুখি হওয়ার আগে এদিনও হালকা গা ঘামানোর পর, মহমেডান কোচ মাঝমাঠ থেকে গোলে বল মারা অনুশীলন করান ছেলেদের। ইঙ্গিত পরিস্কার, তিনকাঠিতে বল রাখা ছাড়া অন্য কোনও উপায় নেই। অনুশীলনের পর জানিয়ে দিলেন, ‘‘জেতা ছাড়া কোনও পথ নেই। চানমারির বিরুদ্ধে আমরাই জিতছি। আগের ম্যাচের বড় ব্যবধানে জয়ের পর ফিরে তাকানোর কোনও রাস্তা নেই।’’ অনন্তবাবুর আক্ষেপ, মিজোরামের একটি দল বাংলার মাটিতে বাংলার দলকে বারবার হারিয়ে যাবে তা মেনে নিতে মন চাইছে না।তিনি বলেন, ‘‘ছেলেদেরও বলেছি কাঞ্চনজঙ্ঘা হোক বা রানীডাঙ্গা এটা আমাদের হোমগ্রাউন্ড। বারবার বাইরের দল জিতলে মান সম্মান থাকছে না।’’

Advertisement

ইউনাইটেড দল এদিন অবশ্য পুরোদমে অনুশীলন করেন। আগের ম্যাচে ৫ গোল দিলেও ৩ গোল হজম করতে হয়েছে।একমাত্র তারাই গোল পার্থক্যে পিছিয়ে রয়েছেন। এ বিষয়টি মাথায় রাখছেন কোচ অঞ্জন নাথ।তিনি বলেন, ‘‘শিলিগুড়িতে বাকি তিনটি ম্যাচেই আমাদের জেতার জন্য ঝাঁপানো ছাড়া আর কোনও রাস্তা নেই। ছেলেদের সেটাই বলেছি। এখন আর একটা হার মানে আরও পিছিয়ে যাওয়া।’’ কাল এঁদের সঙ্গে খেলা, সেই হিন্দুস্থান এফসির অবশ্য পারফরম্যান্স আশাপ্রদ নয়। ছোট দলগুলির বিরুদ্ধে পয়েন্ট হারানো যাবে না কিছুতেই। এই মন্ত্রেই অবশ্য তাঁরা এখন পাল্টা লড়াই ফিরিয়ে দিতে চাইছেন।

এই মুহূর্তে চার ম্যাচে সবকটি জিতে শীর্ষে আইজল এফসি। তাঁদের পয়েন্ট ১২। চানমারি ও কাশ্মীর ৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। মহমেডান ও ইউনাইটেড আপাতত চার ও পাঁচে। এই ব্যবধান কমাতে মরিয়া দুই দলই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement