CPM

সমঝোতা বৈঠকের বার্তা

বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানান, বিহার নির্বাচনে ১৬টি দলের সঙ্গে বোঝাপড়া করে লড়াই করা হলেও সেই ‘মডেল’ এ রাজ্যে অনুসরণ করবে না বামফ্রন্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

মালদহ শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০৪:৩৭
Share:

প্রতীকী ছবি।

বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে অন্যান্য বামপন্থী দল এবং কংগ্রেসের সঙ্গে এ মাসের শেষে আলোচনায় বসবে বামফ্রন্ট তথা সিপিএম। বুধবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে মালদহে সাংবাদিক বৈঠকে এ কথা বলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

Advertisement

তিনি জানান, বিহার নির্বাচনে ১৬টি দলের সঙ্গে বোঝাপড়া করে লড়াই করা হলেও সেই ‘মডেল’ এ রাজ্যে অনুসরণ করবে না বামফ্রন্ট। তাঁর বক্তব্য, এ রাজ্যে আগে থেকেই ধর্মনিরপেক্ষ ও সম-মনোভাবাপন্ন দলগুলির সঙ্গে সমঝোতা হয়ে আসছে। তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত শক্তি মিলিত উদ্যোগে আগামী বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নামতে চলেছে বলেও দাবি করেন তিনি। এ দিন দুপুরে মালদহ টাউন হলে সিপিএমের এরিয়া কমিটির সদস্য এবং জেলা নেতৃত্বের সঙ্গে একটি সভা করেন বিমান। তিনি এ দিন বলেন, "এই রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই না করলে সাম্প্রদায়িক শক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার কাজে সাফল্য অর্জন করা সম্ভব নয়। সে জন্য অন্যান্য দলের সমঝোতা নিয়ে এ মাসের শেষে আলোচনা শুরু করা হবে।" অন্য দিকে পাহাড় প্রসঙ্গে বিমান বলেন, "পাহাড়ে বিবদমান দুই গোষ্ঠী বিনয় তামাং ও বিমল গুরুঙকে এক ছাতার নিচে আনতে চাইছে তৃণমূল। এটা বিচিত্র রাজনীতি।"

বিমানের মন্তব্য নিয়ে তৃণমূলের মালদহ জেলার অন্যতম মুখপাত্র শুভময় বসু বলেন, "৩৪ বছর ধরে রাজ্যে অপশাসন করেছিল সিপিএম। সেই কারণে মানুষ তাঁদের ছুঁড়ে ফেলে দিয়েছে। ফলে বিমানবাবু কী বলল তাতে তৃণমূলের কিছু যায় আসে না।" বিজেপির জেলা কার্যকরী সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, "বিমান বসুর মন্তব্য ভিত্তিহীন ও গুরুত্বহীন।"

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement