Raiganj

মহিলা নিরাপত্তা কর্মীকে কু-প্রস্তাবের অভিযোগে গণ পিটুনি, উত্তেজনা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারী এবং অভিযোগ তোলা মহিলা নিরাপত্তা রক্ষীর পরিবারের লোকেরা অভিযুক্তের উপরে হামলা চালায়। পরে পুলিশ এসে কমলচন্দ্রকে উদ্ধার করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ২১:২১
Share:

মহিলা নিরাপত্তা কর্মীকে কু-প্রস্তাবের অভিযোগে। নিজস্ব চিত্র।

মহিলা নিরাপত্তা কর্মীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ ঘিরে শনিবার তুলকালাম হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বর। বেসরকারি নিরাপত্তা সংস্থার ওই মহিলা কর্মীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ওই সংস্থারই সুপারভাইজার কমলচন্দ্র দাসের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারী এবং অভিযোগ তোলা মহিলা নিরাপত্তা রক্ষীর পরিবারের লোকেরা অভিযুক্তের উপরে হামলা চালায়। পরে পুলিশ এসে কমলচন্দ্রকে উদ্ধার করে।

Advertisement

এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা তৈরি হয়। ছুটির পর বাড়ি চলে গেলেও খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন রেজিস্ট্রার দুর্লভ সরকার। শনিবারই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি তৈরি করা হবে বলে জানান রেজিস্ট্রার। ওই মহিলা নিরাপত্তা কর্মীর অভিযোগ অনুযায়ী, দীর্ঘ দিন ধরেই কমলচন্দ্র তাঁকে কু-প্রস্তাব দিয়ে আসছেন। তাতে রাজি না হওয়ায় সম্প্রতি তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানান কমলচন্দ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement