আম চুরিতে বাধা, কোপ

আম চুরির প্রবণতা বাড়ছে মালদহে। মঙ্গলবার রাতে বাগান থেকে আম চুরিতে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০৮ জুন ২০১৭ ০১:৪৭
Share:

আক্রান্ত: বুদ্ধ মণ্ডল। নিজস্ব চিত্র

আম চুরির প্রবণতা বাড়ছে মালদহে। মঙ্গলবার রাতে বাগান থেকে আম চুরিতে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সাহাবাজপুর গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া গ্রামে।

Advertisement

চলতি মরসুমে একাধিক বার আম চুরিতে বাধা দিয়ে আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ী মহল। আমের মরসুমে বাড়তি পুলিশি টহলদারিরও দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এমনকী, ব্যক্তিগত উদ্যোগেও বাগানে প্রহারাদার বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। মালদহের ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, ‘‘বাগান না জোগালে একটিও আম পাওয়া যাবে না। আর বাগান জোগাতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে। এমন চলতে থাকলেও আম ব্যবসাতে উৎসাহ হারাবেন ব্যবসায়ীরা।’’ তাই আমের মরসুমে রাতে বাড়তি টহলদারির দাবি জানানো হবে বলে জানান উজ্জ্বলবাবু।

কালিয়াচক থানার সাহাবাজপুর গ্রামপঞ্চায়েতের বাবুপাড়া গ্রামের বাসিন্দা বুদ্ধ মণ্ডল। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তাঁর তিন বিঘা আমের জমি রয়েছে। মঙ্গলবার রাতে তিনি নিজেই বাগান পাহারা দিচ্ছিলেন। রাত ১২টা নাগাদ সাত জনের একটি দল বাগান থেকে প্রায় পাঁচ বস্তা আম পেড়ে নেয়। বুদ্ধবাবু আঁচ পেয়ে চিৎকার করতেই হাঁসুয়া দিয়ে হামলা চালানো হয়। ঘটনায় হইচই পড়ে গেলে পাশের বাগান থেকে অন্যান্য জোগানদারেরা ছুটে যান। তারপরই অভিযুক্তেরা পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতাল ও পরে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

চলতি মরসুমে আমের বাগান জোগাতে গিয়ে একাধিক ব্যবসায়ী আহত হয়েছেন। বুদ্ধবাবু বলেন, ‘‘আচমকা দেখি বস্তাতে করে আম নিয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা। আমি চিৎকার করলে এলোপাথাড়ি কোপ মারে।’’ জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, ‘‘ঘটনাটি দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement