Mal;dah

মালদহে চাকরি দেওয়ার নামে প্রতারণা, সোশ্যাল সাইটে সতর্কবার্তা সাইবার পুলিশের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক, বৈষ্ণবনগর, মোথাবাড়ি, ইংলিশবাজার, চাঁচল, হরিশ্চন্দ্রপুরে প্রতারণার ফাঁদ পেতেছে কয়েকটি চক্র

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ১৭:৫৮
Share:

চাকরির নামে প্রতারণা রুখতে সোশ্যাল মিডিয়ায় প্রচার মালদহ পুলিশের। নিজস্ব চিত্র

সরকারি চাকরি দেওয়ার নাম করে মালদহের বিভিন্ন এলাকায় প্রতারণার ফাঁদ পেতেছে কয়েকটি চক্র। তাতে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন অনেকেই। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ বার সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় মালদহ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। পাশাপাশি, ওই ধরনের চক্রের পাণ্ডাদের সন্ধানে তল্লাশি অভিযানও শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক, বৈষ্ণবনগর, মোথাবাড়ি, ইংলিশবাজার, চাঁচল, হরিশ্চন্দ্রপুর-সহ মালদহের বিভিন্ন এলাকায় যুবক যুবতীদের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে মোটা টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছে কয়েকটি চক্র। চাকরি পাওয়ার আশায় সেই ফাঁদে পা দিয়ে মোটা টাকা খুইয়েও বসেছেন অনেকে। পুলিশের কাছে জমা পড়া এমন বেশ কিছু অভিযোগের ভিত্তিতে কয়েক জনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম বিভাগ। ধৃতদের জেরা করে মেলা সূত্র ধরে চক্রের পাণ্ডাদের জালে পুরতে শুরু হয়েছে তল্লাশিও। সেই সঙ্গে সাইবার ক্রাইম বিভাগের তরফে সোশ্যাল সাইটে চালানো হচ্ছে প্রচারও। তাতে চাকরির জন্য কাউকে টাকা না দিতে বলা হয়েছে। এমনকি নিজেদের ব্যক্তিগত তথ্যও কাউকে না দেওয়ার আবেদন করা হয়েছে।

কী ভাবে ওই চক্রগুলি কাজ করছে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সাইবার ক্রাইম থানার এক আধিকারিক। তাঁর মতে, ‘‘যাঁরা সহজে অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার চেষ্টা করছেন মূলতঃ তাঁরাই প্রতারণার শিকার হচ্ছেন। এজেন্টদের মাধ্যমে ওই মানুষদের বিশ্বাস অর্জন করে টাকা চাওয়া হচ্ছে। এমনকি বেশ কিছু ক্ষেত্রে ভুয়ো ওয়েবসাইট খুলে ই মেলের মাধ্যমে ভুয়ো নিয়োগপত্রও পাঠানো হচ্ছে। সেই নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে গেলে তখন ধরা পড়ছে পুরো বিষয়টিই ধাপ্পাবাজি।’’

Advertisement

আরও পড়ুন: ‘ইচ্ছাকৃত ভাবে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে’, ইস্তফার জল্পনা ওড়ালেন মৌসম

আরও পড়ুন: কৃষি আইন নিয়ে বিজেপি বিরোধিতায় আঞ্চলিক দলগুলির জোট চান মমতা

পুলিস সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘সোশ্যাল সাইটে ভুয়ো নিয়োগ চক্রের বিরুদ্ধে সতর্ক করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আমরা এই ধরণের বিজ্ঞাপন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছি। সাধারণ মানুষ যেন চাকরির আশায় এই সব চক্রের ফাঁদে না পড়েন তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement