Coochbehar

Leopard: ঘুমপাড়ানি গুলিতে কাবু কোচবিহারে দাপিয়ে বেড়ানো চিতাবাঘ, ছাড়া হবে জলদাপাড়ার জঙ্গলে

মনোজ সরকার নামে এক ব্যক্তির বাড়িতে চিতাবাঘের হানার খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার সকালবেলা হুলস্থুল কাণ্ড বাঁধে কলাবাগান এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ১৯:৪৭
Share:

—নিজস্ব চিত্র।

দীর্ঘ চেষ্টার পর শেষ পর্যন্ত ঘুমপাড়ানি গুলি ছুড়ে কোচবিহারের কলাবাগান এলাকায় দাপিয়ে বেড়ানো চিতাবাঘকে কাবু করলেন বন দফতরের কর্মীরা। প্রাথমিক চিকিৎসার ওই চিতাবাঘটিকে জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে বন দফতর সুত্রে।

Advertisement

মনোজ সরকার নামে এক ব্যক্তির বাড়িতে চিতাবাঘের হানার খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার সকালবেলা হুলস্থুল কাণ্ড বাধে কলাবাগান এলাকায়। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় মনোজের বাড়ির সামনে। খবর পেয়ে আসেন বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশও। কেউ কেউ চিতাবাঘ দেখতে পাঁচিল ডিঙিয়ে ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করেন।

প্রকাশ্যে আসা ভিডিয়োতে দেখা গিয়েছে, তাড়া খেয়ে মনোজের বাড়ির শৌচালয়ে আটকে পড়ে চিতাবাঘটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এর পরই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। অবশেষে ঘুমপাড়ানি গুলিতে চিতাবাঘটিকে কাবু করে খাঁচাবন্দি করেন বনদফতরের কর্মীরা।

Advertisement

বন দফতরের ডিএফও সঞ্জিত সাহা বলেন, ‘‘চিতাবাঘটিকে আটক করা হয়ে গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement