খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে ছেড়ে দেওয়া হল জলদাপাড়ায়। নিজস্ব চিত্র।
ডুয়ার্সে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। এ বার জলপাইগুড়ি জেলার বানারহাটের অদূরে এথেলবাড়ির দুর্গানগর এলাকায়। বন দফতর সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে স্থানীয় বাসিন্দা সুবর্ণা লামার বাড়ির পাশে পাতা খাঁচায় পূর্ণবয়স্ক চিতাবাঘটি ধরা পরে।
স্থানীয় সূত্রের খবর, কিছু দিন ধরেই এলাকায় চিতাবাঘের আনাগোনা বুঝতে পারা যাচ্ছিল। এর পর স্থানীয় বাসিন্দারা বনবিভাগের কাছে খাঁচা বসানোর দাবি তোলেন। সপ্তাহ খানেক আগে বনবিভাগের দলগাঁও রেঞ্জের সহযোগিতায় পাতা হয়েছিল খাঁচা। অবশেষে সেই চিতাবাঘ খাঁচাবন্দি হল।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলদাপাড়া জাতীয় উদ্যানে। চিতাবাঘটি সুস্থ থাকায় বিভাগীয় বনধিকারিকের (ডিএফও) উপস্থিতিতে সেখানেই ছেড়ে দেওয়া হয়।
দলগাঁও রেঞ্জের ডেপুটি রেঞ্জার প্রকাশ থাপা বলেন, ‘‘বেশ কিছুদিন থেকেই চিতাবাঘটিকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে আতঙ্ক তৈরি হয়েছিল। গ্রামবাসীদের তরফে আমাদের কাছে বাঘ ধরার খাঁচা পাতার জন্য অনুরোধ করা হয়। সেই ছাগলের টোপ দিয়ে কয়েক দিন আগে খাঁচা পাতা হয়েছিল।’’