নারদ-কাণ্ডে বাম মিছিল ঘিরে বিতর্ক

নারদ কাণ্ডে তেতে উঠল শিলিগুড়ি। ভিডিও ফুটেজে দৃশ্যমান তৃণমূল নেতা-নেত্রীদের গ্রেফতার ও ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আসরে নেমে পড়ল সিপিএমের ছাত্র, যুব এবং মহিলা সংগঠন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ০২:১৬
Share:

নারদ কাণ্ডে তেতে উঠল শিলিগুড়ি। ভিডিও ফুটেজে দৃশ্যমান তৃণমূল নেতা-নেত্রীদের গ্রেফতার ও ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আসরে নেমে পড়ল সিপিএমের ছাত্র, যুব এবং মহিলা সংগঠন।

Advertisement

বুধবার বিকেলে ভোটের বাজারে রাস্তায় নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে মিছিলও করলেন তাঁরা। মিছিলে ছিলেন না দলের প্রবীণ নেতাদের কেউ। ছাত্র, যুব মহিলাদের এই মিছিলে পা মেলান দলের কয়েকজন কাউন্সিলর। ঘণ্টা খানেকের মিছিলটি হিলকার্ট রোড, বিধানরোড ও সেবক রোডের একাংশে ঘুরে অনিল বিশ্বাস ভবনের সামনে শেষ হয়। এই মিছিল ঘিরে অবশ্য বিতর্ক শুরু হয়েছে। শাসকদলের অভিযোগ, অনুমতি না নিয়েই এই মিছিল করা হয় এ দিন।

এই হিলকার্ট রোড ধরেই সোমবার বিকেলে শিলিগুড়ির তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়াকে নিয়ে পদযাত্রা করেছেন তৃণমূল নেত্রী। তার পাল্টা তো বটেই, সঙ্গে নারদ কাণ্ডকে নিয়েও সিপিএম প্রচারে নামে। এ দিন বিকেলে শহরে এই মিছিলের জেরে অস্বস্তিতে পড়েছেন শাসক দলের নেতারা। অস্বস্তিতে পড়েছে পুলিশও।

Advertisement

জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেছেন, ‘‘সিপিএমের লোকজনের কোনও কালেই নিয়মনীতি মানার পক্ষপাতী নন। এদিনও ভুয়ো ভিডিও ফুটেজের বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে নিয়ম ভেঙে ওঁরা রাস্তা নেমেছেন। আমরা কমিশনে অভিযোগ জানাচ্ছি।’’

শিলিগুড়ি পুলিশ কমিশনার মনোজ বর্মা যেমন বলেছেন, ‘‘অনুমতি ছাড়া মিছিল করলে তো মামলা হবেই। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে।’’

মিছিলের অনুমতি নিয়ে উদ্যোক্তাদের পক্ষে যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শঙ্কর ঘোষ, এসএফআই-এর জেলা সম্পাদক সৌরভ দাস এবং মহিলা সংগঠনের জেলা সম্পাদক স্নিগ্ধা হাজরা কোনও মন্তব্য করতে চাননি। তাঁদের দাবি, ‘‘নারদ কাণ্ডে তৃণমূলের নেতারা ফেঁসে গিয়েছেন। মানুষ সব দেখে ফেলেছে। তা নিয়ে রাস্তায় নামায় আমাদের মামলার ভয় দেখানো হবে, এটাই স্বাভাবিক। আমরা নারদ কাণ্ডে প্রচারের মাত্রা আরও বাড়াব।’’

তবে জেলা সিপিএম সম্পাদক জীবেশ সরকার এ দিনের মিছিল কোনও রকম নিবার্চনী বিধি ভাঙেনি বলে দাবি করেছেন। তাঁর যুক্তি, ‘‘নারদ ঘুষকাণ্ড নিয়ে ছাত্র, যুব মহিলারা মিছিল করেছেন। সেখানে প্রার্থী ছিলেন না। ভোটের প্রচার বা প্রচারের ফ্লেক্স, ব্যানারও ছিল না। তা হলে কীসের নিবার্চন বিধিভঙ্গ হল।’’

কাল, শুক্রবার বাঘা ঘতীন পার্কে বিকেলে কর্মিসভা করবেন বাম নেতারা। তার পরে সন্ধ্যায় হিলকার্ট রোড ধরে ভোটের প্রচারের পাশাপাশি নারদ কাণ্ডকে সামনে রেখে মিছিলের ডাকও দিয়েছেন বাম নেতৃত্ব। শিলিগুড়ির প্রার্থী অশোক ভট্টচার্য ছাড়াও মিছিলে দলের সাংসদ মহম্মদ সেলিম থাকবেন বলে ঠিক রয়েছে। গত দু’দিন ধরে সংসদে নারদ কাণ্ডকে নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন রায়গঞ্জের সাংসদ সেলিম। তাঁকে সামনে নিয়েই ওই মিছিলের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত থেকে পাড়ায় পাড়ায় মিছিল শুরু করেছে সিপিএম। এ দিন শিলিগুড়িতে বিভিন্ন অর্থলগ্নি সংস্থার প্রতারিত এজেন্টদের নিয়ে মিছিল করেন বামেরা। তাতে নেতৃত্বে দিয়ে অশোকবাবু, জীবেশবাবুরা নারদ কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেন। নারদের ভিডিও ফুটেজ তৈরি করে ওয়ার্ডে ওয়ার্ডে অডিও ভিসুয়াল প্রচারের চিন্তাভাবনাও শুরু করেছেন ছাত্র, যুব নেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement