landslides

Darjeeling: অবিরাম বর্ষণে ধস পাহাড়ে, ক্ষতিগ্রস্ত রাস্তা, ঘরবাড়ি, জানালেন জেলাশাসক

ধসের ফলে দার্জিলিং পাহাড়ে ৪৫টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দার্জিলিং শেষ আপডেট: ২৮ মে ২০২১ ২১:০৬
Share:

প্রতীকী ছবি।

বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টির জেরে ধস নেমেছে দার্জিলিং পাহাড়ে। শুক্রবার দার্জিলিঙের জেলাশাসক এস পুন্নমবল্লম এ কথা জানিয়েছেন। ধসের ফলে কিছু এলাকায় রাস্তাঘাট এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বেশ কিছু গাছ এবং বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে।

Advertisement

জেলাশাসক জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, পুলিশ, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) এবং বন দফতর একযোগে কাজ করছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপনের কাজ শুরু করেছে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (ডব্লিউবিএসইডিসিএল)-র কর্মী ও আধিকারিকেরা। এখনও পর্যন্ত জানা গিয়েছে ৪৫টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু করেছে প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement