পাথরের চাঁই পড়ে ধ্বংস গাড়ি। নিজস্ব চিত্র।
রাতভর তুমুল বৃষ্টির জেরে ধস নামল শিলিগুড়ির সেবকে। আর তার জেরে খেলনার মতো উল্টে গেল একটি গাড়ি। কিন্তু রাখে হরি তো মারে কে! রক্ষা পেয়েছেন ওই গাড়ির আরোহী।
উত্তরবঙ্গে শুরু হয়েছে বর্ষা। তার জেরে পাহাড়ের বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই ধস নেমেছে। শনিবার রাতভর প্রবল বৃষ্টির জেরে ধস নামে সেবকে। ধসে নেমে আসা পাথরের চাঁই উল্টে দেয় একটি গাড়িকে। যদিও গাড়ির মালিক রক্ষা পেয়েছেন। জানা গিয়েছে, চালক গাড়িটি পার্ক করে সেবক কালীমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেই সময়েই গাড়ির উপর এসে পড়ে একটি বিশাল পাথরের চাঁই। যার জেরে খেলনার মতো উল্টে যায় গাড়িটি। ব্যাহত হয় যান চলাচল। তবে কেউ হতাহত হননি।
পুজো দিয়ে ফিরে গাড়িটিকে জরাজীর্ণ অবস্থায় দেখতে পান মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেবক ফাঁড়ির পুলিশ। ওই ঘটনার জেরে এলাকায় যানজট দেখা দেয়। পরে স্বাভাবিক হয় পরিস্থিতি।