landslide

কার্শিয়াঙে জাতীয় সড়কে ধস, বন্ধ শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা

প্রবল বৃষ্টির জেরে কার্শিয়াঙের তিনধরিয়া এলাকায় ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নামে শুক্রবার সকালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কার্শিয়াং শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১২:১৪
Share:

কার্শিয়াঙে জাতীয় সড়কে ধস। নিজস্ব চিত্র।

ফের ধস নামল দার্জিলিঙের রাস্তায়। প্রবল বৃষ্টির জেরে কার্শিয়াঙের তিনধরিয়া এলাকায় ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নামে শুক্রবার সকালে। এর জেরে শিলিগুড়ি থেকে দার্জিলিঙের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এই ধসের জেরে দুর্ভোগের শিকার ওই এলাকায় বাসিন্দারা।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ব্যাপক বৃষ্টি হয়েছে ওই এলাকায়। এই বৃষ্টির জেরেই পাহাড় থেকে নামে ধস। যার জেরে জাতীয় সড়কের একটি অংশ সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, প্রায় এক দশক পর সম্প্রতি মেরামত করা হয়েছিল জাতীয় সড়কের ওই অংশ। কিন্তু এই ধসের জেরে তা আবার ক্ষতিগ্রস্ত হল। যদিও এই ধসের জেরে কোনও প্রাণহানি ঘটেনি বলে জানা গিয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা পৌঁছেছেন বলে জানা গিয়েছে। তবে এই রাস্তা দিয়ে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও রোহিণী এবং মিরিক হয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা খোলা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement