নিজস্ব চিত্র
বাংলা ভাগ করে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসাবে ঘোষণার দাবিকে সমর্থন কেপিপির। প্রয়োজনে বিজেপি সাংসদ জন বার্লার সঙ্গে বৈঠক করতেও প্রস্তুত দল। কামতাপুর পিপলস পার্টি ( ইউনাইটেড)-এর সভাপতি নিখিল রায় বললেন,"এই পৃথক রাজ্যের আন্দোলন দীর্ঘদিনের। মাঝে সরকারের অতিরিক্ত পুলিশি তৎপরতা ও ধরপাকড়ের কারণে আন্দোলন কিছুটা দমে যায়। তবে এখন একটি সর্বভারতীয় দলের সাংসদ হয়ে জন বার্লা যে ভাবে নতুন করে উত্তরবঙ্গ রাজ্যের দাবি করছেন, তাকে সাধুবাদ জানাই। আসলে এখানকার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত, শোষিত। তাই তাঁর এই দাবিকে পূর্ণ সমর্থন জানাই। প্রয়োজনে তাঁর সঙ্গে কথা বলব।’’
সম্প্রতি বিজেপি সাংসদ পৃথক উত্তরবঙ্গ রাজ্যের কথা বলেন। বিরোধীরা এই নিয়ে তীব্র প্রতিবাদ শুরু তো করেনই, জনের বক্তব্যে সায় দেননি বিজেপি-র রাজ্যস্তরের নেতারাও। কিন্তু দীর্ঘদিন উত্তরের রাজনীতির সঙ্গে জড়িত কেপিপি-কে এককথায় পাশেই পেয়েছেন জন। নিখিল জনের সমর্থনে বলেছেন, ‘‘একটি সর্বভারতীয় দলের সাংসদ পৃথক রাজ্যের দাবি তোলায় উৎফুল্ল এখানকার যুব সমাজ। কারণ আমারা এখানে গিনিপিগের মতো বেঁচে আছি। শিক্ষা, স্বাস্থ্য, চা-বাগান এলাকায় সে ভাবে উন্নয়ন হয়নি। এই দাবি ওঠার পর থেকে অনেকেই যোগাযোগ করছেন আমার সঙ্গে। ফোন করছেন তাঁরা।’’
বাংলা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন অংশ আলাদা করার দাবিতে বিভিন্ন দল এক একসময়ে আন্দোলন চালিয়েছে। সেই সংগঠনগুলি কি এক হয়ে আন্দোলন করবে এ বার? সেই সম্ভাবনাও উড়িয়ে দেননি নিখিল। তিনি বলেছেন, সবাই মিলে বৈঠক হলে তিনিও থাকবেন।