Mount Kanchenjunga

দার্জিলিং যাওয়ার দরকার নেই, ধূপগুড়ি থেকেই দেখা মিলছে অপরূপ কাঞ্চনজঙ্ঘার

ধূপগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া অবশ্য বিরল কোনও ঘটনা নয়। সাধারণত অক্টোবর মাসের শেষ দিকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১০:০৩
Share:

জলপাইগুড়ি থেকেই দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। নিজস্ব চিত্র।

এখন আর যেতে হচ্ছে না দার্জিলিং। জলপাইগুড়ি থেকেই দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। ধূপগুড়ির আকাশ পরি‌ষ্কার হতেই উঁকি দিচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। সেই দৃশ্য উপভোগ করছেন সেখানকার বাসিন্দা এবং পর্যটকরা।

Advertisement

ধূপগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া অবশ্য বিরল কোনও ঘটনা নয়। সাধারণত অক্টোবর মাসের শেষ দিকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা থেকে। সোমবার ভোর থেকেই আকাশ মেঘমুক্ত ছিল। রোদও উঠেছে ঝলমলে। এতেই ধূপগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য।

এই সময় প্রচুর পর্যটক ঘুরতে যান সেখানে। তাঁরা বিভিন্ন নদীর ধার এবং ফাঁকা জায়গা থেকে সেই মনোরম দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করছেন অনেকে। ময়নাগুড়ি ও লাটাগুড়ি থেকে দেখা যাচ্ছে এই পর্বতশৃঙ্গ। যার জেরে খুশি সাধারণ মানুষ থেকে পর্যটকেরা।

Advertisement

স্থানীয়েরা বলছেন, অতিমারিকালের দু’বছর ধাপে ধাপে লকডাউনের কারণে দূষণ অনেকটাই কমে গিয়েছিল। সেই সময় আরও পরিষ্কার দেখা যেত কাঞ্চনজঙ্ঘা। পর্যটক দেবাঞ্জন রায় বলেন, ‘‘এত দিন দার্জিলিং যেতে হত কাঞ্চনজঙ্ঘা দেখতে। এখন তো ধূপগুড়ি থেকেই দেখা যাচ্ছে ওই সোনালি চূড়া। প্রচুর মানুষ সকাল থেকে ধূপগুড়ি তিন নম্বর ব্রিজ এলাকায় ভিড় জমিয়েছেন। এমনকি, ঠাকুরপাঠ এলাকাতেও প্রচুর মানুষকে ভিড় জমাতে দেখা গিয়েছে। আমিও অনেক ছবি তুললাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement