sarada scam

তিনটি মামলায় জামিন সুদীপ্ত সেনের

এ দিন সড়ক পথে পুলিশের পাহারায় কলকাতার আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জলপাইগুড়ি জেলা আদালতে নিয়ে আসা হয় সুদীপ্তকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ০৮:৫০
Share:

চিন্তা: বৃহস্পতিবার জেলা আদালতে সুদীপ্ত সেন। নিজস্ব চিত্র

সারদা-কাণ্ডে মূল অভিযুক্ত সুদীপ্ত সেন তিনটি মামলায় জামিন পেলেন জলপাইগুড়ি জেলা আদালত থেকে। বৃহস্পতিবার জেলা আদালতের সিজেএম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) কোর্টের বিচারক শৈবাল দত্ত এই জামিন দিয়েছেন বলে জানান সরকারি সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ভক্তিনগর থানার আরও একটি মামলায় কলকাতায় সিবিআই কোর্টে চার্জশিট জমা পড়েছে। এই কারণে বিচারক সেই মামলাটি ওই আদালতে স্থানান্তর করেছেন।"

Advertisement

এ দিন সড়ক পথে পুলিশের পাহারায় কলকাতার আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জলপাইগুড়ি জেলা আদালতে নিয়ে আসা হয় সুদীপ্তকে। তাঁর বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ২০১৩ সালের ২১ এপ্রিল, ভক্তিনগর থানায় ওই বছরেই ২৩ এপ্রিল ও ২ মে এবং ২০১৪ সালের ১৩ এপ্রিল— মোট চারটি মামলা হয়েছিল। সব ক্ষেত্রেই টাকা তছরুপ ও প্রতারণার অভিযোগ ওঠে। এ দিন চারটি মামলার শুনানি ছিল জেলা আদালতে।

কোতোয়ালি ও ভক্তিনগরের দু’টি মামলার জামিন মঞ্জুর করলেন বিচারক। অন্য দিকে, ২০১৪ সালের ১৩ এপ্রিল করা ভক্তিনগর থানার মামলাটির চার্জশিট জমা পড়েছে আলিপুরের সিবিআই কোর্টে। এই কারণে ওই মামলাটি সে আদালতে পাঠানো হয়েছে। সারদা মামলায় এ দিন জেলা আদালতে সুদীপ্ত-ঘনিষ্ঠ দেবযানী মুখোপাধ্যায়েরও আসার কথা ছিল। তাঁর পক্ষের আইনজীবী আদালতে হাজির ছিলেন। আগামী ৬ জুন এই মামলায় ফের সবাইকে জেলা আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

আদালত সূত্রে জানা যায়, টাকা তছরুপ ও প্রতারণার অভিযোগে সর্বোচ্চ সাজা সাত বছর। কিন্তু এই মামলায় সুদীপ্ত প্রায় দশ বছর থেকে সংশোধনাগারে আছেন। বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, যেগুলির এখনও নিষ্পত্তি হয়নি। সুদীপ্তের পক্ষে আইনজীবী শাক্যদীপ দাশগুপ্ত বলেন, ‘‘সুদীপ্ত সেনের তিনটি মামলার জামিন হল জেলা আদালত থেকে। একটি মামলা সিবিআই কোর্টে পাঠানো হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement