ভোট কেন্দ্র করে হুলুস্থুল। নিজস্ব চিত্র।
ভোট শুরুর আগেই ফাঁসিদেওয়া ব্লকে রক্তারক্তি কাণ্ড। রবিবার ভোটের সকালে নির্দলদের উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ছাড় পেলেন না নির্দল প্রার্থী আখতার আলির পোলিং এজেন্টও। নির্দল প্রার্থীর সমর্থকদেরও ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। মারের চোটে মাথা ফেটেছে একাধিক ব্যক্তির। ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েক জন ভয়ের চোটে দৌড়চ্ছেন। লাঠি হাতে তাঁদের পিছু ধাওয়া করছেন কয়েক জন। সব মিলিয়ে তীব্র উত্তেজনা ফাঁসিদেওয়া ব্লকের চটহাটে৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আখতারের অভিযোগ, বিনা প্ররোচনায় তাঁদের উপর হামলা চালিয়েছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা। লাঠি, লোহার রড দিয়ে মারধর করা হয়। আহত হয়েছেন একাধিক মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট চলছে। মাটিগাড়া নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র মিলিয়েই মূলত মহকুমা পরিষদের নির্বাচন। রাজ্য পুলিশের তত্ত্বাবধানে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর বুথগুলির মধ্যে অন্যতম ফাঁসিদেওয়া ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের নিকরগছ, গোয়ালগছ, জাকিরগছ, ফকিরগছ এবং চুনিয়াটুল এলাকা। এই পাঁচটি গ্রাম সীমান্তের একেবারে লাগোয়া অঞ্চলে রয়েছে। পাঁচ গ্রামেরই ভোট হবে নিকরগছ প্রাথমিক বিদ্যালয়ে। সেই ভোটকে কেন্দ্র করেও হিংসার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে।