দুর্ঘটনায় পড়া সেই মৌমাছি বোঝাই গাড়ি। — নিজস্ব চিত্র।
পিকআপ ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল চাষের মৌমাছি। আচমকা দুর্ঘটনার পড়ল সেই পিকআপ ভ্যান। আর তার জেরে খাঁচা ভেঙে সেই মৌমাছির ঝাঁক ছড়িয়ে পড়ল এলাকায়। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর এলাকায়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। দ্রুতগতিতে যাওয়ার সময় ওই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গলাখালি এলাকায় উল্টে যায়। আর সেই সময় ঝাঁকে ঝাঁকে মৌমাছি বেরিয়ে আসে গাড়ির ভিতর থেকে। তার জেরে ওই রাজ্য সড়কের ধারে থাকা দোকানদার এবং স্থানীয় বাসিন্দার প্রাণভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। তার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক।
খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। মৌমাছিও কাউকে কামড়ায়নি বলে জানা গিয়েছে। কলকাতার দিকে যাচ্ছিল ওই গাড়িটি। দুর্ঘটনার জেরে ওই গাড়িতে থাকা বেশ কিছু মৌমাছি উড়ে গিয়েছে।