Drugs

কলকাতায় পাচারের পথে উদ্ধার ১৬ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩ অভিযুক্ত

একটি বেসরকারি বাসে করে অসম থেকে কলকাতায় মাদক পাচার করা হচ্ছিল বলে দাবি পুলিশের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ২১:৫১
Share:

—নিজস্ব চিত্র।

মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল স্পেশাল টাক্স ফোর্স (এসটিএফ)। পাচারের পথে উদ্ধার প্রায় ১৬ লক্ষ টাকার ব্রাউন সুগার। এই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে এসটিএফ আধিকারিকেরা গোপন সূত্রে খবর পান যে একটি বেসরকারি বাসে করে অসম থেকে কলকাতায় মাদক পাচার করা হচ্ছে। সঙ্গে সঙ্গে অভিযানে নামে এসটিএফ। পাচারকারীদের ধরতে জলপাইগুড়ির রাজগঞ্জ টোল প্লাজার কাছে ওত পেতে বসেছিলেন রাজগঞ্জ থানার পুলিশকর্মী এবং এসটিএফের একটি দল। নির্দিষ্ট নম্বরের বাসটি আসতেই সেটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। তাতেই উদ্ধার হয় ১ কিলোগ্রাম ওজনের ব্রাউন সুগার। যার আনুমানিক বাজারদর, ১৬ লক্ষ টাকা বলে জানিয়েছে এসটিএফ।

পুলিশ জানিয়েছে, ধৃতরা হল সাদ্দাম আলি, আলিমুদ্দিন রহমান এবং জসিম আনসারি। এদের মধ্যে সাদ্দাম এবং আলিমুদ্দিনের বাড়ি অসমে। অন্য দিকে, জসিম উত্তরপ্রদেশের বাসিন্দা। শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement