গ্রামে হানা হাতির দলের নিজস্ব চিত্র।
মালবাজারে রাতের অন্ধকারে গ্রামে হানা দিল হাতির দল। খাবারের খোঁজে গ্রামে ঢোকে তারা। তার পর রাতভর গ্রামে দাপিয়ে বেড়ায় তারা। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই তারা ফিরে যায় জঙ্গলে।
ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমা এলাকার ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রামবাসীরা জানিয়েছেন, বুধবার রাতে বেশ জোরে বৃষ্টি হচ্ছিল। তার মধ্যেই বৈকুণ্ঠপুর বনবিভাগের আপালচাঁদ বনাঞ্চল থেকে প্রায় ১০০টি হাতির একটি দল খাবারের খোঁজে ওই গ্রামে হানা দেয়। তাদের সঙ্গে শাবকও ছিল।
গ্রামবাসীরা জানিয়েছেন, সারা রাত গ্রামে দাপিয়ে বেড়ায় তারা। বৃষ্টি পড়ায় বিশেষ কেউ বাইরে বের হননি। সকালে হাতিগুলি ফের জঙ্গলে ফিরে যায়। গ্রামে দাপিয়ে বেড়ালেও সম্পত্তির বিশেষ ক্ষতি করেনি হাতিগুলি। রাতে এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই জানিয়েছেন তাঁরা।